সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৬ জানুয়ারী দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ক্যাম্পাসে এ মহতী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যারিফ কমিশনের মাননীয় সচীব মো: নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: ছালেহ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মোহাম্মদ সেলিম উদ্দিন, ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকতা লোকমান হাকিম, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন- ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন। বক্তব্য রাখেন, শিক্ষক রেজাউল করিম।

অন্যদের মাঝে অংশ নেন- প্রাক্তন শিক্ষক জাফর আলম, শের আলী, আবু তাহের,
বিদ্যালয় বর্তমান শিক্ষক সিরাজুল হক, আবদুল মজিদ খাঁন, নুরুল কবির, পূনাম পাল, এসএম তারেকুল হাসান, আবদু সালাম, মো: আলম, আনিছুর রহমান, মোজাম্মেল হক, গণমাধ্যমকর্মী এম আবুহেনা সাগর, বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমীর সিনিয়র শিক্ষক আবদুল খালেক মিশুকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা।

বিদায়ী সংগীত পরিবেশন করেন, বিদায়ী শিক্ষার্থী মৌমিতা চৌধুরী জিমি। মানপত্র পাঠ করেন, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শেফা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/03/Madrasha-Sagar-04-03-2024.jpeg

মাদরাসাতুল হেদায়াহ ঈদগাহ উদ্যোগে হেফজ ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতুল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/