সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / ঈদগড়ে বাড়ির আঙিনায় পেঁপে চাষ

ঈদগড়ে বাড়ির আঙিনায় পেঁপে চাষ

ফটো সংগৃহীত

হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে জনপ্রিয় হয়ে উঠছে বাড়ির আঙিনায় পেঁপে চাষ। আবার অনেকেই বাণিজ্যিকভাবে শুরু করেছেন পেঁপের আবাদ। অত্যন্ত লাভজনক হওয়ায় দ্রুত প্রসার ঘটছে পেঁপে চাষের। চাষিরাও ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে পেঁপে চাষে।

এলাকা জুড়েই বাড়ির আঙিনায়তো পেঁপের চাষ হচ্ছেই। তাছাড়াও বর্তমানে পাহাড়ি এলাকায় কৃষকরা বাণিজ্যিকভাবে শুরু করেছে পেঁপের চাষ।

ঈদগড় বড়বিল এলাকার নূরুল আমিন এবং পাহাড়ি এলাকার ক’জন পেঁপে চাষি এই প্রতিবেদককে জানান, পেঁপের আবাদ অত্যন্ত লাভজনক হওয়ায় তারা এখন ব্যাপকভাবে পেঁপে চাষ শুরু করছেন। পেঁপে চাষ করতে বিঘা প্রতি জমি তৈরি, সার, বীজ, কীটনাশক এবং পরিচর্যাসহ খরচ হচ্ছে ১০-১২ হাজার টাকা। তাতে বছরে প্রায় লাখ টাকার পেঁপে বিক্রি করা যায় বলে তারা জানান। তাছাড়া একই জমিতে একবার পেঁপের চাষ করে কমপক্ষে চার বছর পেঁপে পাওয়া যায়। তাই অত্যন্ত লাভজনক হওয়ায় কৃষকরাও বেশ ঝুঁকে পড়েছে পেঁপে চাষের ওপর। অনেক চাষি পেঁপে চাষে দেখছে লাভের মুখ। দেখাদেখিও অনেকেই পেঁপে চাষ শুরু করে দিয়েছেন।

কৃষকরা জানান, ঈদগড়ের বিভিন্ন পাহাড়ি এলাকায় দ্রুত বাড়ছে পেঁপের আবাদ। অনেকেই পেঁপে চাষে লাভের মুখ দেখতে শুরু করেছে। বাড়ির আঙিনায় পেঁপে চাষতো বাড়ছেই। সেই সাথে বাড়ছে বাণিজ্যিকভাবে পেঁপের আবাদ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/