সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / উখিয়ার মুক্তিযোদ্ধা শমসের আলম চৌধুরী কবর জিয়ারত করলেন মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম

উখিয়ার মুক্তিযোদ্ধা শমসের আলম চৌধুরী কবর জিয়ারত করলেন মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম

shafiul alam - Jushan 12-02-16 news 1pic f-1হুমায়ুন কবির জুশান; উখিয়া :

উখিয়ার কৃতি সন্তান মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে তার চাচা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তি যুদ্ধের সংগঠক, উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ২য় বিশ্বযুদ্ধের সৈনিক, উখিয়ার ইতিহাসে স্বাধীনতা যুদ্ধে যিনি অনন্য ভূমিকা রেখে পুরো কক্সবাজারবাসিকে গর্বিত ও গৌরমান্বিত করে তুলেছেন এবং স্বাধীনতাযুদ্ধ স্মারক গ্রন্থে নাম লিখেছেন সেই মরহুম শমসের আলম আলম চৌধুরীর কবর জিয়ারত করেন। এসময় তার সাথে ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন এবং মরহুমের সন্তান, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরীসহ তার আরো ৩ সহোদর। পরে মন্ত্রী পরিষদ সচিব কুলালপাড়াস্থ তার নিজস্ব বাস ভবনে যান। সেখানে পরিবারের সদস্যদের সাথে কৌশল বিনিময় করে কক্সবাজারের উদ্দেশ্যে চলে রওয়ানা হন।

উল্লেখ্য যে, মরহুম শমসের আলম চৌধুরী ১০ফেব্রুয়ারী রোজ বুধবার সব ইতিহাসকে ইতি টেনে চলে গেলেন পরকালে। সেই বর্ষিয়ান রাজনীতিবীদ মরহুম শমশের আলম চৌধুরী ১৯২০ সালে উখিয়ার উপজেলার রত্নাপালং ইউনিয়নের মাতাব্বরপাড়া এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা-মরহুম হাকিম আলী চৌধুরী, মাতা-আমেনা খাতুন। রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এমই স্কুল হতে প্রাথমিক শিক্ষা শুরু হয়ে তৎকালীন বৃটিশ আমলে কক্সবাজারস্থ উচ্চ বিদ্যালয় থেকে এনট্রাষ্ট পাশ (বর্তমান বিশ্বযুদ্ধে তিনি চৌকস সামরিক প্রশিক্ষক এবং সিনগ্যালকোরে কর্মরত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তিনি চাকুরী ছেড়ে দেয়। পাকিস্তান সরকারের আমলে সে বৃহত্তর চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৪৮সালে রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৬২ থেকে ১৯৮৮সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বিশেষ করে ১৯৭১সালে আগ মুহুর্ত থেকে সক্রিয় ভাবে মুক্তিযোদ্ধায় অংশ গ্রহন করে এক ইতিহাস রচয়িত করেন। ১স্ত্রী, ৬ ছেলে এবং ৩মেয়ের জনক মরহুম শমসের আলম চৌধুরী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/