সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / উখিয়ায় ঘূর্ণিঝড় মোরার আঘাত-১ : আল্লাহ প্রাকৃতিক দূর্যোগ থেকে বাঁচালেন

উখিয়ায় ঘূর্ণিঝড় মোরার আঘাত-১ : আল্লাহ প্রাকৃতিক দূর্যোগ থেকে বাঁচালেন

ফাইল ফটো

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

ঘূর্ণিঝড় মোরার তান্ডবে উখিয়ার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর, গাছপালা ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে প্রচন্ড ঝড়ো হাওয়ায় উখিয়ার প্রায় প্রতিটি ভিটেবাড়ির ঘেরাবেড়া, গাছপালা উপড়ে ফেলে ব্যাপক ক্ষতি হয়েছে। এর পরও সম্প্রতি সময়ে নার্গিস, আইলাসহ বেশ কয়েকটি প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়লেও প্রাণহানির ঘটনা ঘটেনি। এতে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানিয়েছেন উখিয়াবাসি।

তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদি ও বিভিন্ন এনজিও সংস্থা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মধ্যে ত্রাণ তৎপরতা বাড়িয়েছেন। মোরার আঘাতের তিনদিন পরও বালুখালীর রোহিঙ্গা বস্তিতে ডাব্লিউ এফ পির বিতরণকৃত শুকনো বিস্কুট ছাড়া তাদের ভাগ্যে আর কিছুই জুটেনি। এতে করে বস্তির রোহিঙ্গাদের বিপদ কাটছে না এবং থামছে না হাহাকার। অসহায় রোহিঙ্গা নারী পুরুষের আর্তনাদে ভারি হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।

পবিত্র মাহে রমজান মাসে ইফতার সামগ্রীর বদলে দেয়া হচ্ছে বিস্কিট। রোজাদার রোহিঙ্গাদের খাদ্যাভাব দেখা দিয়েছে। রোহিঙ্গা নারী সেতারা বেগম বলেন, পানি দিয়ে ইফতার করি, অতি কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে আমাদের। মোরার আঘাতে ঘরের ছাউনি উড়ে গেছে। টাকার অভাবে এখনো ঠিক করতে পারিনি। বৃষ্টি আসলে অন্যের ঘরে আশ্রয় নিয়ে থাকতে হবে।

উখিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চল ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, অসহায় গরীব পরিবারের লোকজন সর্বস্বান্ত হয়ে পড়েছে। বাড়িঘর ও গাছপালা ভেঙ্গে যাওয়ায় তা নির্মাণে হিমছিম খেতে হচ্ছে তাদের। এ পর্যন্ত এক টাকাও কারো কাছ থেকে আর্থিক সহায়তা পাননি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি খাদ্য ও অর্থ সহায়তা প্রদানের সুপারিশ করেছে উপজেলা প্রশাসন। উখিয়ার সব স্কুল কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বলেন, ঝড়ো হাওয়ায় উখিয়ায় বড় কোনো ক্ষতি হয়নি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/