সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / উখিয়ায় ১৫ কোটি টাকার গ্রামীণ রাস্তার উন্নয়ন হচ্ছে

উখিয়ায় ১৫ কোটি টাকার গ্রামীণ রাস্তার উন্নয়ন হচ্ছে

ফাইল ফটো

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রান্তিক মানুষসহ সবার জীবনমানের পরিবর্তনের জন্য টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। উন্নয়ন যদি আমরা করি তাহলে সেই উন্নয়নকে ধারাবাহিকভাবে মানব কল্যাণে করতে হবে। দরিদ্র বান্ধব সরকার সামাজিক বেষ্টনীর মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে নানামুখী উদ্যোগ গ্রহণ করে দারিদ্র বিমোচনের দায়িত্ব পালন করছে। পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করে চলেছে। এরই ধারাবাহিকতায় শিগগিরই ১৫ কোটি টাকার গ্রামীণ রাস্তার কার্পেটিং উন্নয়ন কাজ শুরু হবে। তদমধ্যে উখিয়া সদর দারোগা বাজার প্রবেশ মুখ হতে হাজির পাড়া জামে মসজিদ ও মৌলভি পাড়া রাস্তার মাথা হতে সাংবাদিক আব্দুর রহিমের বাড়ি পর্যন্ত।

উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ হতে ক্বারি কামাল হুজুরের বাড়ি পর্যন্ত। শহিদ মিনার হতে মালভিটা পাড়া প্রাণী সম্পদ পর্যন্ত। পশ্চিম ডিগলিয়া চৌরাস্তার মাথা হতে পূর্বদিকে ডেইলপাড়া নতুন জামে মসজিদ পর্যন্ত। টাইপালং দাখিল মাদ্রাসা হতে পূর্বদিকে ডেইলপাড়া সাইক্লোন শেল্টার পর্যন্ত। লম্বাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে হাতি মোরা বাজার পর্যন্ত রাস্তা এইচ ভিপি দ্বারা উন্নয়ন। লম্বাঘোনা সিরাজ সওদাগরের দোকানের পার্শ্ব হতে উত্তর ঘুমধুম আজুখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। বটতলী আরকান সড়ক হতে উত্তর পুকুরিয়া রাবার ড্রাম পর্যন্ত।

কুতুপালং বাজার হতে পশ্চিম দিকে লম্বাশিয়া গ্রাম পর্যন্ত। টাইপালং এলজিইডি রাস্তা হতে পশ্চিম দিকে সিকদারবিল গরুবাজার পর্যন্ত এইচভিপি দ্বারা উন্নয়ন। এছাড়া জালিয়া পালং ইউনিয়নের ৩ টি, পালংখালী ইউনিয়নের ৩ টি, রত্নাপালং ইউনিয়নের ৩ টি এবং হলদিয়া পালং ইউনিয়নের ৪ টি রাস্তা গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে বিশেষ বরাদ্দে ১৫ কোটি টাকার কাজ শিগগিরই দেখতে পাবে উখিয়াবাসী। এসব রাস্তার কার্পেটিং এর কাজ হলে গ্রামীণ যোগাযোগের এক যুগান্তকারি নতুন সম্ভাবনা দেখছেন বলে জানিয়েছেন কৃষকলীগ নেতা কাজী আক্তার উদ্দিন টুনু।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/