সাম্প্রতিক....
Home / জাতীয় / উৎসবমুখর পরিবেশে চলছে খুলনা সিটি নির্বাচনের ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে চলছে খুলনা সিটি নির্বাচনের ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন।

কড়া নিরাপত্তায় সকাল ৮টা থেকে নগরীর ২শ’ ৮৯ টি কেন্দ্রে শুরু হয় ভোট। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরমধ্যে মাত্র দুটি কেন্দ্রে ব্যবহার হচ্ছে ইভিএম। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভোটকেন্দ্রসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৯ হাজার সদস্য। এছাড়া, ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলের প্রার্থী তাদের নিজ নিজ দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে লড়াই করছেন। এছাড়া, ৩৩টি সাধারণ ওয়ার্ডে একশ’ ৪৮ জন কাউন্সিলর প্রার্থী এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা সিটি নির্বাচনে ভোটার চার লাখ ৯৩ হাজার ৯৩ জন।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/