সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঐতিহ্যময় হাঁসেরদীঘি রক্ষার দাবীতে ঈদগাঁওতে বঙ্গবন্ধু চত্বরে এবার গণস্বাক্ষর কর্মসূচী পালন করল পৌরসভা বাস্তবায়ন আন্দোলন

ঐতিহ্যময় হাঁসেরদীঘি রক্ষার দাবীতে ঈদগাঁওতে বঙ্গবন্ধু চত্বরে এবার গণস্বাক্ষর কর্মসূচী পালন করল পৌরসভা বাস্তবায়ন আন্দোলন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর প্রাণকেন্দ্রে মহাসড়কের সন্নিকটে ঐতিহ্যময় সে হাঁসেরদীঘি রক্ষার দাবীতে এবার গণস্বাক্ষর কর্মসূচী পালন করল ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলন নামক সংগঠন। ২৮ এপ্রিল বাদে জুমা ঈদগাঁও বাজারস্থ ফোরস্টার এলাকায় (প্রস্তাবিত) বঙ্গবন্ধু চত্বরে সে হাঁসের দীঘি বাঁচার লক্ষ্যে এ গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন- কক্সবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুলতান আহমদ।

এসময় আরো ছিলেন ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভাপতি কাফি আনোয়ার, প্রধান সমন্বয়ক নেতা হাসান তারেক, ঈদগাহ রিপোর্টাস সোসাইটি সভাপতি এম,আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দীন আরফাত, সদস্য এইচ, এম রুস্তম আলী, ব্যবসায়ী রাসেল, হামিদুল হক, এম নুরুল আবছার, আবদু শুক্কুর, ছৈয়দ নুর, রফিক উদ্দীন, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল, সোহেল, সাজ্জাদসহ সর্বশ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষজন।

সুত্রে প্রকাশ, শতাব্দীর ঐতিহ্য বুকে নিয়ে হাঁসেরদীঘি বৃহত্তর ঈদগাঁও’র লোকসংস্কৃতিকে ধারণ করে মাতৃস্নেহের মতো এতদাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন ও অভয়ারণ্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি স্থানীয় জনসাধারণের প্রাত্যহিক জীবনের তাগিদ মিটিয়ে আসছে। কালের সাক্ষ্যবাহী প্রাচীনতম ঐতিহ্যবাহী এই দীঘি একদিকে যেমন মানুষের নৈমিত্তিক জীবনযাত্রার চাহিদা পূরণ করছে তেমনি বাস্তুসংস্থান রক্ষা, দেশীয় মাছের ভান্ডার ও প্রজননক্ষেত্র, প্রাণীবৈচিত্রতা সংরক্ষণ, ভূ-গর্ভস্থ পানির স্তর রক্ষা, বৃষ্টির পানির সংরক্ষণাধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এ হাঁসেরদীঘি ভরাটের ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। দীঘিকে ঘিরে থাকা পাখপাখালীর প্রাত্যাহিক কোলাহল হারিয়ে গেছে, হারিয়ে গেছে প্রাণী বৈচিত্রও।

এ দীঘিটি বৃহত্তর ঈদগাঁও’র ঐতিহ্যবাহী জলাধার এবং বিলুপ্তপ্রায় দেশীয় মৎস্যের প্রজননক্ষেত্র। হাঁসের দীঘি বিলুপ্ত হলে বিলুপ্ত হবে একটি ইতিহাস একটি কিংবদন্তী, বিলুপ্ত হবে বাঙ্গালী সংস্কৃতির একটি অনুষঙ্গও।

এদিকে হাঁসের দীঘি বাঁচানোর দাবীতে গত ২১ এপ্রিল বাদে জুমা হাঁসের দীঘি সংলগ্ন স্থানে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তিতে অভিযুক্ত ব্যক্তির নিকট কক্সবাজার পরিবেশ অধিদপ্তর লিগ্যাল নোটিশ প্রেরণ করে। এবার ব্যতিক্রমধর্মীভাবে গণস্বাক্ষর কর্মসূচীও অব্যাহত রয়েছে বলে জানান আন্দোলনকারী সংগঠনের প্রধান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/