সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ফলোআপ- কক্সবাজারে কার্গো বিধ্বস্ত : রাশিয়ান পাইলট নিহত : নিখোঁজ ২

ফলোআপ- কক্সবাজারে কার্গো বিধ্বস্ত : রাশিয়ান পাইলট নিহত : নিখোঁজ ২

Bimanনিজস্ব সংবাদদাতা :
এ সময় বিমানে থাকা ৪ জন আরোহীর মধ্যে ২ জনকে তাত্ক্ষণিকভাবে জেলেরা উদ্ধার করলেও ২জন এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত ২ জনকে হাসপাতালে পাঠানোর পর ১ জনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিত্সক।

তিনি রাশিয়ান পাইলট গুপরাফ বলে কক্সবাজার সদর হাসাপাতাল সূত্রে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর নাজিরারটেক শুটকি মহালের সমুদ্র পয়েন্টে বিসমিল্লাহ এয়ারলাইন্সে পোনাবাহী কার্গোবিমানটি বিধ্বস্ত হয়। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত দুজন রুশ নাগরিক বলে জানিয়েছেন তিনি।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়ে উদ্ধার তত্পরতা শুরু করেছে।

Biman - 2বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে পাইলটসহ ৪ জন ক্রু ছিল। ৪ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দুইজনের মধ্যে একজন মারা গেছেন। এখনো পর্যন্ত আরও ২ জন নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, ‘টু এয়ারওয়েজ’ নামের এ বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়।

বেসরকারি কার্গো বিমানটি চিংড়ি পোনা পরিবহনের কাজে করত বলে জানান তিনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/