সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারী “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সমিতি ভবনে পতাকা উত্তোলন এবং সকাল ১০ টায় সমিতির মিলনায়তনে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যগণ স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।

সকাল ১০টায় অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী এর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে মহান ২১শে ফেব্রুয়ারি “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সহ-সভাপতি নাজিম উদ্দিন অ্যাডভোকেট। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওহীদুল আনোয়ার অ্যাডভোকেট। বক্তব্য রাখেন যথাক্রমে অ্যাভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মমতাজ আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক-১, অ্যাভোকেট খোরশেদ আলম চৌধুরী ভুলু, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইসলামাবাদী, অ্যাডভোকেট এনামুল হক সিকদার, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট রবিউল এহেসান, অ্যাডভোকেট মোহাম্মদ হারেছ প্রমুখ। পরবর্তীতে বাংলা ভাষা আদায়ে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/