সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজার বনাম লন্ডন সোনালী অতিতের প্রীতি ম্যাচ ড্র

কক্সবাজার বনাম লন্ডন সোনালী অতিতের প্রীতি ম্যাচ ড্র

Sportsক্রীড়া প্রতিবেদক :
জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে কেউ হারেনি, কেউ জিতেনি। সফরত লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাব বনাম কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ৩০ নভেম্বর বিকেল ৩ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ডিফেন্ডার সিরাজুল করিমের ডিফেন্স ছেড়া পাস থেকে স্ট্রাইকার আবুল প্লেসিং শটে গোল করে স্বাগতিক কক্সবাজারকে ১-০ গোলে এগিয়ে দেয়। খেলা শেষ হওয়ার মিনিট দু’য়েক আগে কাউন্টার এট্যাক থেকে লন্ডন সোনালী অতীতের ১০নং জার্সি ধারী স্ট্রাইকার রুহুল সিকদার কক্সবাজারের গোল রক্ষক রুহুল আমিনকে পরাস্ত করে ম্যাচে ১-১ গোলে সমতা নিয়ে আসেন। এর আগে প্রথমার্ধে কক্সবাজারের অধিনায়ক গিয়াস এর দুর্দান্ত দুরপাল্লার শট লন্ডন সোনালী অতীতের গোল রক্ষক কর্ণারের বিনিময়ে রক্ষা করেন। দু’দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিচ্ছন্ন ম্যাচটিতে চল্লিশোর্ধ সাবেক ফুটবল তারকারা অংশ নেয়। ২০০৭ সালে একই দলের বিরুদ্ধে কক্সবাজার ২-০ গোলে হারলেও শেষ মুহুর্তের গোলে অতিথি দলটির বিরুদ্ধে কক্সবাজারের মধুর প্রতিশোধ নেয়া হয়নি।
এদিকে ম্যাচ শুরুর আগে এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজক কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এম. জাহেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার ফুটবল একাডেমির সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, বাফুফে-এর সদস্য বিজন বড়ুয়া, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, ডিএফএ ভাইস প্রেসিডেন্ট ফজলুল করিম সাঈদী। এ সময় অতিথি দলটির পক্ষ থেকে অতিথিদের বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে অতিথিবৃন্দ দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। অন্যদিকে অতিথি দলটি আজ ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবে।
কক্সবাজার সোনালী অতীত গোলরক্ষক: হাবিব উল্লাহ, খালেদ মোশাররফ, রুহুল আমিন। ডিফেন্ডার: সজল, নুরুল আলম (নুরু), রেজাউল, আরমান, জয়নাল, পলক, রিটু বড়ুয়া, লালনোয়াম, মিন্টু দাশ, মো. হানিফ, সৈয়দ করিম, সিরাজুল করিম, মিডফিল্ডার: গিয়াস (সহ-অধিনায়ক), মঙ্গল, আবছার, টিটু, মঈন (মনু), সরওয়ার, কাশেম, ফারুক, আমিন (১), আতিক, আমিন (২)। স্ট্রাইকার: রাশেদ হোছাইন (নান্নু), আবুল, জাহেদ, মাহবুব, শাহজাহান আনসারী। টিম ম্যানেজার: ছুরত আলম, ফরাজী নুরুল আলম, হাবিব উল্লাহ চৌধুরী। কোচ: খোরশেদ, মংক্য রাখাইন, সিদ্দিক, শরাফত উল্লাহ বাবুল। টিম-লিডার: প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল করিম সাঈদী, আবদুল্লাহ আল মামুন শাহীন, নবীর হোসাইন ভুট্টু। সমন্বয়কারী: আবু বকর, নুরুল আবছার, সুরেশ কান্তি বিপ্লব, আলমগীর হোসাইন, সিরাজ উদ্দৌলা। রেফারী প্যানেল: অধ্যক্ষ জসিম উদ্দিন, সুবীর বড়ুয়া ভুলু, আবদুল হামিদ, ফরহাদুজ্জামান, সিরাজ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/