সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কক্সবাজার সদর থানার পুলিশের অভিযানে ১৮ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার সদর থানার পুলিশের অভিযানে ১৮ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

নুরুল বশর মানিক; কক্সভিউ :

কক্সবাজার সদর মডেল থানার পুলিশের অভিযানে ১৮ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে সড়কের লিংক রোড এলাকায় একটি রিজার্ভ মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন রোহিঙ্গা কমান্ডার আতাউল্লাহ, আব্দুল জলিলের ছেলে কমান্ডার রশিদ উল্লাহ, ইউনুস, রফিক ও লিয়াকত আলী।

এই দলটি রোহিঙ্গা শিবিরে দীর্ঘ দিন ধরে খুন-খারাবী, ছিনতাই, রাহাজানী, ধর্ষণ ও অপহরণপূর্বক মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে।

জানা যায়,রোহিঙ্গা এই দূর্ধর্ষ সন্ত্রাসী দলের সদস্যদের প্রত্যেককে ২০/২৫ হাজার টাকা করে ঈদ বখশিস দেওয়া হয়েছে। এ টাকাই তারা ঈদ উপলক্ষ্যে এইদেশের মানুষের মত রোহিঙ্গা শিবির থেকে বের হয়ে মাইক্রোবাস রিজার্ভ করে ঘুরতে বের হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, আটক রোহিঙ্গাদের কক্সবাজার সদর মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতের বেলায় তারা মাইক্রো নিয়ে কোথায় যাচ্ছে? তা তদন্ত করা হচ্ছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/