সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড-19 (করোনা ভাইরাস) সংক্রান্ত / করোনার সচেতনতায় ঈদগাঁওতে মাইকিং

করোনার সচেতনতায় ঈদগাঁওতে মাইকিং

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/04/mic-corona-Sagar-4-4-21.jpg?resize=540%2C380&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

করোনা মহামারী সচেতনতায় এবার ঈদগাঁওর গ্রামগঞ্চে মাইকিং করে সচেতন করা হয়েছে।

৪ই এপ্রিল সকাল থেকে দিনব্যাপী কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাগির পাড়া, মাইজ পাড়া, মেহেরঘোনা, কালির ছড়া, পালপাড়া, ভাদীতলা, ভোমরিয়াঘোনা, স্টেশন ও বাজার এলাকায় করোনার সচেতনতায় মাস্ক পরিধান করা, ঘরে থাকা ও ঘন ঘন হাত ধৌত করার জন্য মাইকিং করে ইউনিয়নের প্রত্যান্ত গ্রামগঞ্চে জনসাধারণকে অবগত করা হয়েছে।

এটি শুনেই এলাকাবাসীর মাঝে খুশির আমেজ বিরাজ করছে।

এই ব্যাপারে ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলমের সাথে কথা তিনি উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করে বলেন,এলাকার জনগণকে সচেতন করে তুলতে এই উদ্যোগ গ্রহন করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/