সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ইট ভর্তি ট্রাক উল্টে মা-ছেলে দুই নিহত

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ইট ভর্তি ট্রাক উল্টে মা-ছেলে দুই নিহত

নুরুল বশর মানিক; কক্সভিউ :

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এনজিও ফোরামের ইট ভর্তি একটি ট্রাক উল্টো পাশ্ববর্তী রোহিঙ্গা ঝুপড়িতে পড়ে ঘরের ভিতরে থাকা রোহিঙ্গা মা ও ছেলে ২জন নিহত হয়েছে। এতে আরও একজন কিশোরীকে গুরুতর আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯জুলাই)সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারী মোহাম্মদ নুর জানান, সকালে এনজিও ফোরামের দ্রুতগামী একটি ইট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী ঝুপড়ি উপরে উল্টে যায়। তখন ঝুপড়ি ভিতরে থাকা মোঃ আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩২) এবং তার ২ বছরের শিশু সন্তান মোঃ কায়সার ইট চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় আনোয়ারের আরেক কিশোরী মেয়ে রাজমিন (১৭)কে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জনতার সহযোগিতায় ঘাতক ট্রাক (যার নং-চট্টমেট্টো-১১-০৬৭২)সহ ড্রাইভারকে আটক করেছে। ড্রাইভারের নাম মোঃ রাশেল (৩১)। সে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/