সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত-১

কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত-১


নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ১ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ২৬ মে (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ধূরুং বাজার তহসিলদার পুকুরের পশ্চিম পাড় সংলগ্ন আজম সড়কে।

জানা যায়, বিগত ১০ দিন পূর্বে দক্ষিণ ধূরুং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অলি পাড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র মুহাম্মদ ইউছুপের ছেলের সাথে একই ইউনিয়নের মনির উল্লার পুত্র মোঃ জিয়াবুল (৩২) এর ছেলের খেলাধূলা নিয়ে তুচ্ছ ঘটনা ঘটে। এ ঘটনার জেরধরে পূর্ব পরিকল্পিত ভাবে মুহাম্মদ ইউছুপ দক্ষিণ ধূরুং ইউনিয়নের ধূরুং বাজার তহসিলদার পুকুরের পশ্চিম পাড় সংলগ্ন আজম সড়কে আসলে একই এলাকার মনির আহম্মদের পুত্র মোঃ জিয়াবুল (৩২), মোঃ মানিক (২৫) এর নেতৃত্বে ৫/৬ সন্ত্রাসী হাতুড়ি নিয়ে হামলা চালিয়ে পুরো শরীর থেতলা করে গুরুতর আহত করেন। আহত মোঃ ইউছুপের আত্মচিৎকার শুনে আত্মীয় স্বজন ও উপস্থিত বাজারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী দক্ষিণ ধূরুং ইউনিয়নের অলী পাড়া এলাকার আবদুল হকের পুত্র কলিম উল্লাহ (৩৬) জানায়, বিগত ১০ দিন পূর্বে পারিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে ২৬ মে (মঙ্গলবার) সন্ধ্যায় অলী পাড়া এলাকায় মৃত গুরা মিয়ার পুত্র মোঃ ইউছুপ (৪৫) ধূরুং বাজার তহসিলদার পুকুর পাড় সংলগ্ন আজম সড়কে পৌঁছলে, একই এলাকার মনির আহম্মদের পুত্র মোঃ জিয়াবুল (৩২) ও মোঃ মানিক (২৫) ধূরুং বাজার রমজান আলী সওদাগরের দোকান থেকে হাতুড়ি ক্রয় করে ৫/৬ জন লোক নিয়ে হামলা চালায়। আমি দৌড়ে গিয়ে জেয়াবুলের হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে পাশের দোকানে রেখে দিই। ততক্ষণে আহত মুহাম্মদ ইউছুপ হাতুড়ির আঘাতে শরীরের বিভিন্ন অংশ থেতলা হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় আহতের পরিবার।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/