সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কুতুবদিয়া চ্যানেলে ২৮ জেলেসহ ফিশিং ট্রলার অপহরণ

কুতুবদিয়া চ্যানেলে ২৮ জেলেসহ ফিশিং ট্রলার অপহরণ

Boot - 4 (a)নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

এফ.বি আল্লারদান ফিশিং ট্রলার গভীর সাগর থেকে মাছ ধরে উপকূলে ফিরে আসার পথে মঙ্গলবার বিকেলে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণে খুদিয়ারটেক চরের নিকটে পৌছলে একদল জলদস্যু ট্রলারের উপর হামলা চালিয়ে জেলেসহ ট্রলারটি গভীর সাগরের দিকে নিয়ে যায়। এ খবর মোবাইল নেটওয়ার্ক আওতায় পর্যন্ত ট্রলারের মাঝি বাদশা মিয়া যোগাযোগ রেখেছে বাশঁখালীর উপকূলের ট্রলার মালিক কামাল হোসেনের সাথে। এক ঘন্টার ব্যবধানে মাঝির মোবাইলে সংযোগ না পেয়ে স্থানীয় কুতুবদিয়া কোস্ট গার্ড ক্যাম্পে খবর দেয় ট্রলার মালিক সমিতির কর্তৃপক্ষ। এ খবর পেয়ে কোস্ট গার্ড কুতুবদিয়া চ্যানেলে অনেক খোজাখুজি করে ট্রলারটির সন্ধান পাননি বলে জানান।

কোস্ট গার্ড কর্তৃপক্ষের সাথে জেলে অপহরণের ব্যাপারে কথা হলে এফ.বি আল্লাহদান ফিশিং ট্রলার ডাকাতের কবলে পড়ার কথা নিশ্চিত করেন।

এ রিপোর্ট লিখা পর্যন্ত ২৮ জেলেসহ ট্রলারটি নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করে ট্রলার মালিক কামাল হোসেন। এছাড়াও মঙ্গলবার দিনদুপুরে জলদস্যুরা সাগরে নির্বিচারে ১০/১২টি ট্রলার ডাকাতের কবলে পড়েছে বলে জানান ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন কোম্পানী।

কুতুবদিয়া চ্যানেলে ২৮ জেলেসহ ফিশিং ট্রলার অপহরণ হওয়ার খবর কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অংসা থোয়াই শুনেনি। অবশ্য সাগরে ডাকাতি হলে কোস্ট গার্ড ও নৌবাহিনী দেখেন জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/