সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / গরু চুরিসহ অপকর্ম ঠেকাতে হিমশিম খাচ্ছে : ঈদগাঁও তদন্ত কেন্দ্রে পুলিশী জনবল বাড়ানোর দাবী

গরু চুরিসহ অপকর্ম ঠেকাতে হিমশিম খাচ্ছে : ঈদগাঁও তদন্ত কেন্দ্রে পুলিশী জনবল বাড়ানোর দাবী

এম আবু হেনা সাগ;  ঈদগাঁও :

জনবল সংকট থাকার পরও অধম্য স্পৃহা, দৃপ্ত মনোবল ও সাহস নিয়ে বৃহত্তর ঈদগাঁওর প্রায় সাড়ে তিন লক্ষাধিক লোকজনের জানমাল নিরাপত্তায় নিয়োজিত রয়েছে মাত্র অল্প সংখ্যক পুলিশ।

সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়ন ঈদগাঁও- জালালাবাদ- ইসলামাবাদ- ইসলামপুর- পোকখালী- চৌফলদন্ডীর প্রায় সাড়ে তিন লক্ষাধিক জনগোষ্টির জানমাল নিরাপত্তায় সার্বিকভাবে নিয়োজিত রয়েছে সামান্য পুলিশ। এ অল্প সংখ্যক জনবল নিয়ে ছয় ইউনিয়নের বিশাল এলাকা জুড়ে আইন-শৃঙ্খলা সহ নানা অপরাধ দমনে ব্যাপক ভাবে হিমসিম খাচ্ছে পুলিশ।

বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চলে গরু চুরি, ডাকাতি, হানাহানি, জবর দখল, মারামারি সহ হরেক রকম অপারেশন চালাতে প্রতিক্ষণে প্রতিমুহুর্তে বিপাকে পড়তে হয় তদন্ত কেন্দ্রের পুলিশকে। সে সাথে অল্প সংখ্যক জনবল থাকার পরেও জেলার ক্রাইম জোন এলাকা খ্যাত ঈদগাঁও-ঈদগড় সড়কের নানা ডাকাত স্পটে পুলিশকে পাহারাও দিতে হয়। সদর উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে চার ইউনিয়নের দায়িত্ব পালন করছে মডেল থানা আর ছয় ইউনিয়ন নিয়ে কঠিন ভাবে দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন তদন্ত কেন্দ্র বলে জানা যায়।

আবার সম্প্রতি ঘটে যাওয়া গরু চুরি ঠেকাতে গিয়ে নানা বিপাকে পড়তে হচ্ছে পুলিশকে। সামান্য জনবল নিয়ে বৃহত্তর এলাকার নানা গ্রামাঞ্চল রাতের বেলায় পাহারা দেওয়া কখনো সম্ভব নয় বলে জানান পুলিশ। গেল পক্ষকালের ব্যবধানে ঈদগাঁও ইউনিয়নে ৩ দফা গরু চুরি করে ২৪টির মত বহু টাকা মূল্যমানের পালিত গরু নিয়ে যায়। এ নিয়ে এলাকাজুড়ে অন্যরকম আতঙ্কে রয়েছে এলাকাবাসী। আবার বিভিন্ন এলাকায় পুলিশি টহলের পাশাপাশি গ্রামবাসীও রাত জেগে পাহারা দিচ্ছে এলাকাকে নিরাপদে রাখার স্বার্থে। সুতরাং জনবল বাড়িয়ে বিশাল এলাকাকে অপরাধ-অপকর্মমুক্ত করার দাবী সচেতন এলাকাবাসীর। তবে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য বাড়িয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিবেশ শান্তিতে রাখার দাবীও তাদের।

এ ব্যাপারে তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান জানান, জনবল সংকট থাকার পরও কোন রকম বৃহত্তর এলাকার জনগণের জানমাল নিরাপত্তা সহ সর্বোপরী সহযোগিতা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/