সাম্প্রতিক....
Home / জাতীয় / গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশের আপিল শুনানি বৃহস্পতিবার

গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশের আপিল শুনানি বৃহস্পতিবার

সুপ্রিম কোর্ট ভবন। ফাইল ছবি

গাজীপুর সিটি নির্বাচনের ওপর স্থগিতাদেশ বাতিল চেয়ে করা আপিল শুনানি কাল ধার্য করেছে সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এ দিন ধার্য করেছেন।

বুধবার নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পুর্নাঙ্গ বেঞ্চে দুই মেয়র প্রার্থীর আপিল শুনানির দিন ছিল।

কিন্তু সকালে মামলা শুরুর আগ মুহূর্তে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, ‘তারাও এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

এই সময় আদালত জানতে চান ‘বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী স্থগিতাদেশের পরদিন সুপ্রিম কোর্টে আপিল করেন। কিন্তু নির্বাচন কমিশনের এত দেরি হলো কেন!’

তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশন মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরই মঙ্গলবার ওকালতনামায় সাক্ষর করার পরে আজকে নির্বাচন কমিশনের আপিল প্রক্রিয়া শুরু হয়।

এরপরেই সর্বোচ্চ আদালত জানান, ‘এই মামলার শুনানি হবে বৃহস্পতিবার। বিএনপি ও আওয়ামীলীগের প্রার্থী ও নির্বাচন কমিশনের আপিলের শুনানি একই সঙ্গে হবে।’

উল্লেখ আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। গেল রোববার সীমানা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্যে স্থগিত ঘোষণা করেন। এর পরদিনই বিএনপির মেয়র প্রার্থীর হাসানুদ্দিন সরকার এবং মঙ্গলবার আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আবেদন করেন।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/