সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

চকরিয়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ বছর হবে বলে পুলিশ জানিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরশহরের চিরিঙ্গা ব্রাক ব্যাংক সংলগ্ন নির্মাণাধীন একটি ভবণ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে অসুস্থ ছিল। তার নাকে-মুখে রক্ত ছিল। তবে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, পরিচয় না পাওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানতে জেলার বিভিন্ন থানায় তারবার্তা পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/