সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা

চকরিয়ায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নুর মোহাম্মদ (৬৫) ও মোবারক (৪৫) নামের মাদক বিক্রেতা ও সেবনকারীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৬ পুড়িয়া গাঁজাও উদ্ধার করা হয়। বুধবার সকালে চকরিয়া পৌরশহরের বাঁশঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিন দুপুর ২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদালতে উপস্থাপন করা হলে আদালত গাঁজা বিক্রির অপরাধে নুর মোহাম্মদকে ৬ মাস একং সেবনের অপরাধে মোবারককে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন।

আটককৃত নুর মোহাম্মদ চকরিয়া পৌরশহরের ৮নং ওয়ার্ডের মৃত উলা মিয়ার ছেলে ও মোবারক একই এলাকার মো.ফেরদৌসের ছেলে।

চকরিয়া থানার এসআই মহির উদ্দিন খান উজ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি টিম নিয়ে পৌরশহরের বাঁশঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করি। এসময় তাদের কাছ থেকে ১৬ পুড়িয়া গাঁজা উদ্ধার করি। গত কয়েকসাম আগেও নুর মোহাম্মদকে গাঁজাসহ আটক করা হয়েছিল।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, আদালতের কাছে গাঁজা বিক্রির কথা স্বীকার করলে আদালত নুর মোহাম্মদকে ৬ মাসের এবং সেবনের অপরাধে মোবারককে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-16-5-24.jpeg

ঈদগাঁওতে প্রজাপতি প্রতীকের মেহেনূর আক্তার পাখির প্রচারণা চলমান

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/