সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / চকরিয়ায় ঢলের পানিতে ভেসে যাওয়ার ২৪ ঘন্টার পর শিশুর লাশ উদ্ধার

চকরিয়ায় ঢলের পানিতে ভেসে যাওয়ার ২৪ ঘন্টার পর শিশুর লাশ উদ্ধার

ফাইল ফটো

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ঢলের পানিতে ভেসে যাওয়ার ২৪ ঘন্টা পর মো.আরমান (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। বুধবার সকাল ৯টার দিকে ওই শিশু ভেসে যাওয়ার পর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ ৬ হাজার টাকা ও ২ বান্ডিল টিন প্রদান করা হয়েছে।

নিহত মো.আরমান উপজেলার কোণাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুরিত্যাখালী এলাকার মনির উদ্দিনের ছেলে।

কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মাতামুহুরী নদী হয়ে ঢলের পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। গত বুধবার সকাল থেকে পুরিত্যাখালীতে ঢলের পানি ডুকতে শুরু করে। এসময় আরমান পানিতে নামলে ঢলের পানির প্রবল স্রোতে ভেসে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুজির পর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ওই এলাকা পরিদর্শনে যায়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ওই পরিবারকে নগদ ৬ হাজার টাকা ও ২ বান্ডিল টিন প্রদান করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/10/Lash-water-Rafiq-18-10-23.jpg

লামায় নদীতে নিখোঁজ অপর শিশুর লাশ উদ্ধার

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/