সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু ছেলে নিহত : মা আহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু ছেলে নিহত : মা আহত

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বিশ মাস বয়সি মোহাম্মদীয়া নামের এক শিশু নিহত হয়েছে। এসময় তার মা রুমানা আক্তার (২২) গুরুতর আহত হয়। বুধবার বিকাল ৩টার দিকে মহাসড়কের বরইতলী একতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদীয়া চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মো. রাসেলের ছেলে।

চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই আনোয়ার হোসেন বলেন, বুধবার বিকাল ৩টার দিকে চকরিয়া থেকে একটি যাত্রীবাহী একটি মাইক্রোবাস দ্রুত গতিতে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গাড়িটি বরইতলীর একতাবাজার এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে মাইক্রোবাসের সামনের সিটে বসা শিশু ছেলেসহ মা আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু ছেলে মোহাম্মদীয়া মারা যায়। আহত মা চকরিয়ার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় পতিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঘূর্ণিঝড়ের প্রভাব : ঈদগাঁওতে অঝোরে বৃষ্টি

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারের ঈদগাঁওতে। রবিবার বিকেলের পর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/