সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়া ও পেকুয়া থানা পুলিশের যৌথ অভিযানে ৯ পলাতক আসামী গ্রেপ্তার

চকরিয়া ও পেকুয়া থানা পুলিশের যৌথ অভিযানে ৯ পলাতক আসামী গ্রেপ্তার

Handcuff - 13 (a)মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টানা ৬ঘন্টার এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন এনআই এ্যাক্ট মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত, সাতজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও অপর একজন নিয়মিত মামলার আসামী।

গ্রেপ্তারকৃতরা হলেন- এনআই এ্যাক্ট মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী পাড়ার নুরুল কবিরের ছেলে সাজেদুল করিম সাজেদ, একই ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর এলাকার আবদুল জলিলের ছেলে আবুল কালাম প্রকাশ কালাইম্যা ডাকাত, চকরিয়া পৌরসভার কসাই পাড়ার মাসুক আহমদের স্ত্রী রাবেয়া বেগম, নিজপানখালীর মোঃ কালুর ছেলে আব্বাছ উদ্দিন, খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি শিয়াপাড়ার মৃত তৈমম গোলালের ছেলে সাইফুল ইসলাম, একই ইউনিয়নের দক্ষিণ ফুলছড়ি এলাকার সোলতান আহমদের ছেলে ছৈয়দ আলম, পশ্চিম বড় ভেওলা দরবেশ কাটার সিরাজুল হকের ছেলে নুর হাসান, বরইতলী ইউনিয়নের সবুজ পাড়া এলাকার মৃত মোজাহের আহমদের ছেলে সিরাজ মিয়া ও বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার লেদু মিয়ার ছেলে মোঃ সেলিম।

কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ আলমের নেতৃত্বে চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, পুলিশ পরিদর্শক কামরুল আজম, পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়াসহ দুই থানার বিপুল পুলিশ এ অভিযানে অংশ নেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। দুই থানা পুলিশের যৌথ অভিযান আরো কয়েকদিন অব্যাহত থাকবে চকরিয়া ও পেকুয়ায়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/