সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়

চকরিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত মূল্য ও যাত্রীবাহি বাসে অতিরিক্ত ভাড়ায় আদায়ের অভিযোগ

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। ডেঙ্গু পরীক্ষার মূল্য তালিকা না টাঙ্গানো, অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় ও সড়ক দখল করে অবৈধভাবে গাড়ি পার্কিং করার অভিযোগে এ অভিযান চালানো হয়। এসময় ১০ হাজার টাকা জরিমানা ও ৩টি টমটম গাড়ি জব্দ করা হয়।

শনিবার চকরিয়া পৌরশহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান কক্সভিউ ডট কম’কে জানান, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করায় পৌরশহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে নির্দেশ দেয়া হয় এবং তিনটি টমটম জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযানের সময় আরো উপস্থিত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ ও চকরিয়া থানা পুলিশ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/