সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চট্টগ্রামে পদদলিত হয়ে ১০ নারীর মৃত্যু

চট্টগ্রামে পদদলিত হয়ে ১০ নারীর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৪ মে) দুপুরে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের খাটিয়া ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম’র মালিকের গ্রামের বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইফতার সামগ্রী নিতে সেখানে ভিড় করেন অসংখ্য মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হতদরিদ্র মানুষের সংখ্যা। একপর্যায়ে প্রচণ্ড গরমে তাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এসময় পদদলিত হয়ে ঘটনাস্থলে ৯ জনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে আরও এক নারী মারা যান। বাকিরা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান তাসলিমা আকতার জানান, প্রতিবছর তার ইউনিয়নে একটি মসজিদের মাঠে কেএসআরএম জাকাত ও ইফতার সামগ্রী বিতরণ করে। মাঠে ১০ হাজার মানুষের ধারণক্ষমতা থাকলেও আজ জমায়েত হয়েছিল ২০-৩০ হাজার। অতিরিক্ত ভিড় ও গরম হওয়ায় হিট স্ট্রোকে ৯ জন মারা যান। আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Meeting-with-local-Authourity-27-5-24.jpg

কক্সবাজার এমএএফ’র সৈকতের পরিচ্ছন্নতা ও পর্যটন সেবা উন্নয়ন শীর্যক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

কক্সবাজার সীবীচ ম্যানেজম্যান্ট কমিটির সাথে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরামের গোল টেবিল বৈঠকে অংশগ্রহনকারীদের একাংশ । কক্সবাজার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/