সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চাকমারকুল ইউপি নির্বাচনে দলীয়ভাবে আবু তালেব ছোটনকে বিএনপি’র একক প্রার্থী করার দাবী

চাকমারকুল ইউপি নির্বাচনে দলীয়ভাবে আবু তালেব ছোটনকে বিএনপি’র একক প্রার্থী করার দাবী

Choton - Abul Kashem - 14-10-2015 (news & 1pic) f1নিজস্ব প্রতিনিধি,রামু :

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের সম্ভাব্য ইউপি নির্বাচনে বিএনপি’র একক প্রার্থী হিসেবে আবু তালেব ছোটনের নাম ব্যাপক ভাবে উঠে আসছে। রামু উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও রামু ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক এবং বর্তমান রামু উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দলে তার ত্যাগ থাকায় দলীয় ফোরামে ও জোরেসুরে আবু তালেব ছোটনকে ইউপি নির্বাচনে একক প্রার্থী করার চিন্তা ভাবনা চলছে বলে জানা যায়। এছাড়াও দলীয় হাই কমান্ডের তরফ থেকে চাকমারকুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে ময়দানে কাজ চালিয়ে যেতে তাকে দলের উর্ধ্বতন পর্যায় থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। জাতীয়তাবাদী দল থেকে চাকমারকুলে মনোনয়ন পেলে আবু তালেব ছোটন নির্বাচিত হওয়ার শতভাগ নিশ্চয়তা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছজাড়া দলীয় একাধিক স্থানীয় পর্যায়ের নীতি নির্ধারকগণ জানিয়েছেন আবু তালেব ছোটন দলের একজন দীর্ঘদিনের ত্যাগীকর্মী। তাই দল থেকে তাকে মনোনয়ন দিলে এবং দলের নেতাকর্মীরা একযোগে কাজ করলে বিএনপি এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে তাকে তুলে আনতে পারবে বলে দলের নেতাকর্মীদের মনে পূর্ণ আস্থা রয়েছে।

এদিকে কক্সবাজার জেলার সর্ব প্রথম জজ মরহুম আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিকী ও কক্সবাজার জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকীর সুযোগ্য ভাতিজা হওয়ায় পারিবারিক ঐতিহ্যগত দিক থেকেও এই প্রজন্মের যে সব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণের নাম চাকমারকুল ইউনিয়নে শুনা যাচ্ছে তার মধ্যে মাঠের জনপ্রিয়তায় অন্যান্যদের ছেয়ে তিনি অনেকটা এগিয়ে রয়েছেন। এরপরেও আশা করা যায় চাকমারকুল ইউনিয়ন রামু উপজেলার ১১ইউনিয়নের মাঝে জাতীয়তাবাদী দলের অন্যতম ভোট ব্যাংক হিসেবে খ্যাত একটি এলাকা হওয়ায় এই ইউনিয়নে বিএনপি প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি বলে জানা গেছে। এছাড়াও আবু তালেব ছোটনের মরহুম পিতা আবুল কাশেম ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের একজন সাবেক আদর্শবান শিক্ষক। তাদের পরিবার থেকে চাকমারকুল ইউনিয়নে একমাত্র প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে অসংখ্য শিক্ষর্থী জীবনে কল্যাণ বয়ে আনেন বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে। ভবিষ্যতে ইউপি নির্বাচনে এই কল্যাণ মুলক কাজের পজেটিভ প্রভাবও মাঠে থাকার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে চাকমারকুল ইউনিয়নের একজন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান এবং অতীতে রাজনৈতিক জীবনে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আবু তালেব ছোটনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চুড়ান্ত করতে চাকমারকুল ইউনিয়নের আপামর জনগণ ও জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে ব্যাপক আবেদন লক্ষ করা যাচ্ছে। ফলে আবু তালেব ছোটনকে আগামী ইউপি নির্বাচনে দলীয় নেতাকর্মীদের আন্তরিকতায় স্বতর্ফূর্তভাবে কাজ করলে এই ইউনিয়নের চেয়ারটি বিএনপি প্রার্থীর পক্ষে যাবে বলে অনেকটা আশাবাদী রয়েছে বিএনপি সমর্থিত লোকজন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/