সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চারা ও বীজ বিতরণের মধ্য দিয়ে লামায় বিশ্ব পরিবেশ দিবস পালন

চারা ও বীজ বিতরণের মধ্য দিয়ে লামায় বিশ্ব পরিবেশ দিবস পালন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

লামায় উপজেলা প্রশাসন, বন বিভাগ ও এনজিও কারিতাসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। “প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে” প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়। র‌্যালীত্তোর লামা টাউনহলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ সায়েদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। কারিতাস সেপলিং প্রকল্পের সমন্বয়কারী ইয়াহিয়া আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, থানা প্রতিনিধি উপ-পরিদর্শক মোঃ গিয়াস উদ্দিন সহ কারিতাস খাদ্য নিরাপত্তা প্রোগ্রাম প্রকল্পের মোঃ ফরহাদ আজিম প্রমূখ।

অনুষ্ঠান শেষে কারিতাসের দু’শতজন সুবিধাভোগীদের মাঝে একটি করে রাংগুই জাতের আমের চারা এবং চল্লিশ জনের মাঝে ১৫ কেজি করে বিআর-১১ জাতের বীজ ধান বিতরণ করেন। এছাড়া পরিবেশ রক্ষায় অঙ্গিকারে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/