সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / চিটাগংকে বিদায় করল ঢাকা

চিটাগংকে বিদায় করল ঢাকা

খাদের কিনারা থেকে সেরা চারে জায়গা করে নেয়া ঢাকা ঢাইনামাইটস এবার বিদায় করে দিলো চিটাগং ভাইকিংসকে। এলিমিনেটর ৬ উইকেটে জিতে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো তারা।

কাজটা সহজ করে রেখেছিলেন বোলরা। চিটাগংকে অল্পতেই আটকে রেখেছিলেন। সহজ লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় ঢাকা। মাত্র ১৬ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান ওপেনার সুনিল নারিন। রনি তালুকদার ফেরেন ২০ রানে। তবে হিসেবি ব্যাটিং করা উপল থারাঙ্গা তুলে নেন অর্ধশতক। সাকিব আল হাসান শূন্য রানে খালেদ আহমেদের শিকার হলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে কষ্ট হয়নি নুরুল হাসান এবং কাইরন পোলার্ডের।

এর আগে টিকে থাকার লড়াইয়ে ঢাকার সামনে বড় লক্ষ্য দিতে পারেনি চিটাগং ভাইকিংস। সাকিব, নারিনদের ঘূর্ণিতে মাত্র ১৩৫ রান সংগ্রহ করে তারা।

মিরপুরে এলিমিনেটর ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু ব্যাটসম্যানরা তার আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন। তিনি নিজেও ব্যাট হতে অনুজ্জ্বল। ৮ রানে ওপেনার ইয়াসির আলীকে ফেরান রুবেল হোসেন। এরপর সাদমানের সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নিচ্ছিলেন ক্যামেরন ডেলপোর্ট। ৩৬ রানে ডেলপোর্ট ফিরে যাওয়ার পর মুশফিকও দ্রুতই সাজঘরমুখি হন। বিপর্যয়ে পড়া দলকে সম্মানজনক স্কোর এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। এক পাশ আগলে লড়াই করে যাওয়া মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৪০ রান। আর চিটাগং থামে ১৩৫ রানে।

মূলত সুনিল নারিনের ঘূর্ণিতেই কুপোকাত হয়েছে চিটাগংয়ের ব্যাটসম্যানরা। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এদিন সাকিব আল হাসানও ছিলেন যথেষ্ট কিপটে। চার ওভারে তিনি খরচ করেন মাত্র ১১ রান।

স্কোর:
চিটাগং ভাইকিংস: ১৩৫/৮ (২০)
ইয়াসির আলী ৮ (৯)
ক্যামেরন ডেলপোর্ট ৩৬ (২৭)
সাদমান ইসলাম ২৪ (১৯)
মুশফিকুর রহিম ৮ (৬)
মোসাদ্দেক হোসেন ৪০ (৩৫)
দাসুন সানাকা ৭ (১০)
রুবি ফ্রাইলিঙ্ক ১ (৪)
হারদুস ভিলজয়েন ১ (২)
নাঈম হাসান ৬* (৭)
আবু জায়েদ ১* (১)

বোলার:
আন্দ্রে রাসেল ২-০-২১-০
সাকিব আল হাসান ৪-০-১১-০
রুবেল হোসেন ৩-০-২৭-১
শুভাগত হোম ২-০-১৩-০
সুনিল নারিন ৪-০-১৫-৪
মাহমুদুল হাসান ১-০-১০-০
কাজী অনিক ৪-০-৩৬-১

ঢাকা ডায়নামাইটস: ১৩৬/৪ (১৬.৪)
উপল থারাঙ্গা ৫১ (৪৩)
সুনিল নারিন ৩১ (১৬)
রনি তালুকদার ২০ (১৩)
সাকিব আল হাসান ০ (১)
নুরুল হাসান ২০ (২০)
কাইরন পোলার্ড ৭ (৭)

বোলার:
রুবি ফ্রাইলিঙ্ক ১-০-১৩-০
নাঈম হাসান ৩-০-২৮-১
আবু জায়েদ ৩-০-২২-০
হারদুস ভিলজয়েন ৪-০-৩৩-০
খালেদ আহমেদ ৪-১-২০-৩
ক্যামেরন ডেলপোর্ট ১-০-১১-০
দাসুন সানাকা ০.৪-০-৬-০

 

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/