সাম্প্রতিক....
Home / জাতীয় / জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৬ মার্চ, সোমবার সকাল ৫টা ৫৮ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর শহিদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর স্মৃতিসৌধে সকল শ্রেণি পেশার মানুষের ঢল নামে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক পৃথক বাণী দিয়েছেন।

এদিকে ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধু ভবনে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থীদের পরিবেশনা ও শুভেচ্ছা গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১০ টায় আওয়ামী লীগের নেতারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে ফুলেল শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করবে সারা দেশে।

সূত্র:মুহম্মদ আকবর-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/