সাম্প্রতিক....
Home / জাতীয় / জুলহাসের হত্যাকারীদের ধরতে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

জুলহাসের হত্যাকারীদের ধরতে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

 Julhaz

যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নানসহ জোড়া খুনের ঘটনায় স্তম্ভিত যুক্তরাষ্ট্র। ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় অানতে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতা করবে দেশটি।

মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা ইউএসএআইডি’র কর্মকর্তা ছিলেন। সন্ধ্যায় তিনি তার বন্ধু মাহবুব তনয়সহ কলাবাগানের বাসায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন।

বর্বরোচিত এ হত্যাকাণ্ডে জুলহাসের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় জুলহাস নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন। কলাবাগান থানার এএসআই হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, নিহত জুলহাস মান্নান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির আপন খালাতো ভাই। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানতে পারি।

সূত্র:প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/