সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / জেনে নিন রাশিয়া বিশ্বকাপের সময়সূচি

জেনে নিন রাশিয়া বিশ্বকাপের সময়সূচি

ফুটবল বিশ্বকাপের ২১তম আসর দরজায় কড়া নাড়তে শুরু করেছে। ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের ২১তম আসর আকর্ষণীয় ও প্রাণবন্ত করে আয়োজন করতে প্রস্তুত স্বাগতিক রাশিয়াও। ৩২টি দল নির্ধারণ হয়েছিল আগেই। শুক্রবার মস্কোয় হয়ে গেল গ্রুপ পর্ব ড্রয়ের আনুষ্ঠানিকতাও। এবার অপেক্ষা মাঠের লড়াই শুরুর। আগামী ১৪ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ক্রীড়া প্রদর্শনীর।

১৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত গ্রুপপর্বের ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩০ জুন থেকে শুরু হবে নকআউট পর্বের খেলা। ৩০ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে হবে শেষ ১৬’র ম্যাচগুলো। কোয়ার্টার ফাইনাল হবে ৬ ও ৭ জুলাই। এরপর ১০ ও ১১ জুলাই হবে দুটি সেমিফাইনাল। ১৪ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্খিত ফাইনাল।

 

রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ

গ্রুপ ‘এ’: রাশিয়া, সৌদি আরব, মিশর, উরুগুয়ে

গ্রুপ ‘বি’: পর্তুগাল, স্পেন, মরোক্কো, ইরান

গ্রুপ ‘সি’: ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক

গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া

গ্রুপ ‘ই’: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া

গ্রুপ ‘এফ’: জার্মানি, মেক্সিকো, সুইডেন, কোরিয়া রিপাবলিক (দক্ষিণ কোরিয়া)

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, পানামা, তিউনিশিয়া, ইংল্যান্ড

গ্রুপ ‘এইচ’: পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান

এবার এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলোর বাংলাদেশের স্থানীয় সময় সূচি।

গ্রুপ পর্বের লড়াই

১৪ জুন: রাশিয়া-সৌদি আরব (রাত ৯টা)     ১৫ জুন: মিশর-উরুগুয়ে (সন্ধ্যা ৬টা)

১৫ জুন: মরক্কো-ইরান (রাত ৯টা)            ১৫ জুন: পর্তুগাল-স্পেন (রাত ১২টা)

১৬ জুন: ফ্রান্স-অস্ট্রেলিয়া (বিকেল ৪টা)      ১৬ জুন: আর্জেন্টিনা-আইসল্যান্ড (সন্ধ্যা ৭টা)

১৬ জুন: পেরু-ডেনমার্ক (রাত ১০টা)          ১৬ জুন: ক্রোয়েশিয়া-নাইজেরিয়া (রাত ১টা)

১৭ জুন: কোস্টারিকা-সার্বিয়া (সন্ধ্যা ৬টা)     ১৭ জুন: জার্মানি-মেক্সিকো (রাত ৯টা)

১৭ জুন: ব্রাজিল-সুইজারল্যান্ড (রাত ১২টা)    ১৮ জুন: সুইডেন-দক্ষিণ কোরিয়া (সন্ধ্যা ৬টা)

১৮ জুন: বেলজিয়াম-পানামা (রাত ৯টা)       ১৮ জুন: তিউনিসিয়া-ইংল্যান্ড (রাত ১২টা)

১৯ জুন: পোল্যান্ড-সেনেগাল (সন্ধ্যা ৬টা)      ১৯ জুন: কলম্বিয়া-জাপান (রাত ৯টা)

১৯ জুন: রাশিয়া-মিশর (রাত ১২টা)            ২০ জুন: পর্তুগাল-মরক্কো (সন্ধ্যা ৬টা)

২০ জুন: উরুগুয়ে-সৌদি আরব (রাত ৯টা)      ২০ জুন: ইরান-স্পেন (রাত ১২টা)

২১ জুন: ফ্রান্স-পেরু (সন্ধ্যা ৬টা)                ২১ জুন: ডেনমার্ক-অস্ট্রেলিয়া (রাত ৯টা)

২১ জুন: আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া (রাত ১২টা)    ২২ জুন: ব্রাজিল-কোস্টারিকা (সন্ধ্যা ৬টা)

২২ জুন: নাইজেরিয়া-আইসল্যান্ড (রাত ৯টা)     ২২ জুন: সার্বিয়া-সুইজারল্যান্ড (রাত ১২টা)

২৩ জুন: বেলজিয়াম-তিউনিসিয়া (সন্ধ্যা ৬টা)     ২৩ জুন: জার্মানি-সুইডেন (রাত ৯টা)

২৩ জুন: দক্ষিণ কোরিয়া-মেক্সিকো (রাত ১২টা)   ২৪ জুন: ইংল্যান্ড-পানামা (সন্ধ্যা ৬টা)

২৪ জুন: জাপান-সেনেগাল (রাত ৯টা)            ২৪ জুন: পোল্যান্ড-কলম্বিয়া (রাত ১২টা)

২৫ জুন: উরুগুয়ে-রাশিয়া (রাত ৮টা)           ২৫ জুন: সৌদি আরব- মিশর (রাত ৮টা)

২৫ জুন: স্পেন-মরক্কো (রাত ১২টা)             ২৫ জুন: ইরান-পর্তুগাল (রাত ১২টা)

২৬ জুন: ডেনমার্ক-ফ্রান্স (রাত ৮টা)            ২৬ জুন: অস্ট্রেলিয়া-পেরু (রাত ৮টা)

২৬ জুন: নাইজেরিয়া-আর্জেন্টিনা (রাত ১২টা)   ২৬ জুন: আইসল্যান্ড-ক্রোয়েশিয়া (রাত ১২টা)

২৭ জুন: দক্ষিণ কোরিয়া-জার্মানি (রাত ৮টা)    ২৭ জুন: মেক্সিকো-সুইডেন (রাত ৮টা)

২৭ জুন: সার্বিয়া-ব্রাজিল (রাত ১২টা)          ২৭ জুন: সুইজারল্যান্ড-কোস্টারিকা (রাত ১২টা)

২৮ জুন: জাপান-পোল্যান্ড (রাত ৮টা)         ২৮ জুন: সেনেগাল-কলম্বিয়া (রাত ৮টা)

২৮ জুন: ইংল্যান্ড-বেলজিয়াম (রাত ১২টা)     ২৮ জুন: পানামা-তিউনিসিয়া (রাত ১২টা)

কোয়ার্টার ফাইনাল

৩০ জুন: সি ১ – ডি ২ (ম্যাচ ৫০) (রাত ৮টা)

৩০ জুন: এ ১ – বি ২ (ম্যাচ ৪৯) (রাত ১২টা)

১ জুলাই: বি ১ – এ ২ (ম্যাচ ৫১) (রাত ৮টা)

১ জুলাই: ডি ১ – সি ২ (ম্যাচ ৫২) (রাত ১২টা)

২ জুলাই: ই ১ – এফ ২ (ম্যাচ ৫৩) (রাত ৮টা)

২ জুলাই: জি ১ – এইচ ২ (ম্যাচ ৫৪) (রাত ১২টা)

৩ জুলাই: এফ ১ – ই ২ (ম্যাচ ৫৫) (রাত ৮টা)

৩ জুলাই: এইচ ১ – জি ২ (ম্যাচ ৫৬) (রাত ১২টা)

কোয়ার্টার ফাইনাল

৬ জুলাই: ম্যাচ ৪৯ এর জয়ী – ম্যাচ ৫০ এর জয়ী (ম্যাচ ৫৭) (রাত ৮টা)

৬ জুলাই: ম্যাচ ৫৩ এর জয়ী – ম্যাচ ৫৪ এর জয়ী (ম্যাচ ৫৮) (রাত ১২টা)

৭ জুলাই: ম্যাচ ৫৫ এর জয়ী – ম্যাচ ৫৬ এর জয়ী (ম্যাচ ৬০) (রাত ৮টা)

৭ জুলাই: ম্যাচ ৫১ এর জয়ী – ম্যাচ ৫২ এর জয়ী (ম্যাচ ৫৯) (রাত ১২টা)

সেমি ফাইনাল

১০ জুলাই: ম্যাচ ৫৭ এর জয়ী – ম্যাচ ৫৮ এর জয়ী (ম্যাচ ৬১) (রাত ১২টা)

১১ জুলাই: ম্যাচ ৫৯ এর জয়ী – ম্যাচ ৬০ এর জয়ী (ম্যাচ ৬২) (রাত ১২টা)

তৃতীয় স্থান নির্ধারণী

১৪ জুলাই: ম্যাচ ৬১ এর পরাজিত – ম্যাচ ৬২ এর পরাজিত (রাত ৮টা)

ফাইনাল:

১৫ জুলাই (রাত ৯টা)

সূত্র:সৌরভ মাহমুদ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/