সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পেলেন পাঁচ গুণী শিল্পী

জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পেলেন পাঁচ গুণী শিল্পী

দীপক শর্মা দীপু; কক্সভিউ :
বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রালয়ের বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিবছর জেলা পর্যায়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে নানা বিষয়ে অবদানের স্বীকৃতি সম্মাননা প্রদান করছে। এবার কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পেয়েছেন পাঁচ গুণী শিল্পী। যাত্রাশিল্পী সুশীল বহ্ম্রচারী, কন্ঠ সংগীত রাহগীর মাহমুদ, লোকসংগীত মাস্টার শাহ আলম, নাট্যকলা এডভোকেট তাপস রক্ষিত ও মানসী বড়ুয়া আবৃত্তিতে সম্মাননা পেয়েছেন।

গতকাল আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয় এই পাঁচ গুনী শিল্পীদের। কক্সাবজার সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ডিডিএলজি আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফ হোসেন ও শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য সত্যপ্রিয় চৌধুরী দোলন। অনুষ্ঠান পরিচালনা করেন কালচারাল অফিসার আয়াজ মাবুদ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/