সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / জোয়ারিয়ানালায় গাছ চোর আটক : মামলা দায়ের

জোয়ারিয়ানালায় গাছ চোর আটক : মামলা দায়ের

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার রামুর জোয়ারিয়ানালা রেঞ্জের জোয়ারিয়ানালা বিটের ২০১৩-১৪ সনে সৃজিত ২৫ হেক্টর বাফারজোন বাগান থেকে গাছ কাটার সময় হাতে নাতে এক গাছ চোরকে আটক করেছে বন বিভাগ।

রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটুর নেতৃত্বে বন বিভাগের লোকজন ৮ নভেম্বর বেলা ৩ টায় ভেড়িখাইয়া এলাকায় টহলকালীন সময়ে রশিদ নগর হরিতলা এলাকার মৃত আমির হামজার পুত্র আব্দুর রহিম (৩০)কে গাছ কাটার সময় হাতে নাতে ধৃত করে বলে জানান সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী।

জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা জানান, আটক গাছ চোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যার নং পিওআর নং ০৭/২০।

তিনি আরো জানান, জোয়া অব ২০২০-২০২১ মূলে তাকে আদালতে প্রেরণ করা হয়।

বিভাগিয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বনাঞ্চল রক্ষার্থে বন বিভাগের লোকজন সর্বদা সজাগ রয়েছে। পাশাপাশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া বন অপরাধে জড়িতদের বিরুদ্ধে যথাযত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/