সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বিজিবির গুলিতে মহিলা মাদক কারবারী নিহত : ইয়াবা ও কিরিচ উদ্ধার

টেকনাফে বিজিবির গুলিতে মহিলা মাদক কারবারী নিহত : ইয়াবা ও কিরিচ উদ্ধার


গিয়াস উদ্দিন ভূলু; টেকনাফ :

টেকনাফ সীমান্ত পয়েন্ট ব্যবহার করে দিনদিন বৃদ্ধি পাচ্ছে রোহিঙ্গাদের ইয়াবা পাচার। সেই সূত্র ধরে ৩১ মার্চ মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশ করার সময় বিজিবি’ ও মাদক কারবারীদে মধ্যে গোলাগুলি সংঘটিত হয়েছে। উক্ত ঘটনায় এক রোহিঙ্গা মহিলা মাদক কারবারী নিহত হয়েছে।

৩১ মার্চ ভোররাত সাড়ে ৪টার দিকে নাফনদীতে টেকনাফ ২বিজিবি দমদমিয়া বিওপি ক্যাম্পের সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকেরা নাফনদীতে টহল দেওয়ার সময় হ্নীলা ইউনিয়নের ওমরখাল পয়েন্ট দিয়ে নৌকাযোগে একদল রোহিঙ্গা ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশ করার সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে বিজিবির উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং ফাঁকাগুলিবর্ষণ করে। এই ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়। বিজিবিও আত্মরক্ষার্থে পাচারকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তারপর চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল হতে ২টি কিরিচ ও গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করে। নিহত মহিলার ভ্যানিটি ব্যাগটি তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য মর্গে প্রেরন করে।

বিজিবি’র গুলিতে নিহত হওয়া মহিলা মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার রাইম্যাবিল এলাকার বেদারুল ইসলামের স্ত্রী রোমানা আক্তার (২০)। বর্তমানে তারা লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির বল্ক নং-সি/৬ এর ৪০নং রোমে বসবাস করে আসছিল।

টেকনাফ ২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার, বিজিবি সদস্যদের চলমান মাদক বিরোধী অভিযানে রোমানা নামে এই রোহিঙ্গা মহিলা মাদক পাচারকারী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/