সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ডাম্বুলাতেই সিরিজ জয়?

ডাম্বুলাতেই সিরিজ জয়?

ছবি: সংগৃহীত

একটি জয়ে বদলে যেতে পারে পুরো দল- খেলোয়াড়রাই এভাবে বলে থাকেন। বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মুখে এমন কথা অনেকবার শোনা গেছে। ক্রিকেটে এর প্রমাণও আছে ভুরিভুরি। সর্বশেষ প্রমাণ বাংলাদেশ। নিজেদের শততম টেস্ট ম্যাচ জিতে ওয়ানডেতেও দূর্বার গতিতে ছুটছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে এক প্রকার উড়িয়েই দিয়েছে মাশরাফিবাহিনী। ৯০ রানের দারুণ এক জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশের লক্ষ্য তাই সিরিজ জয়ের দিকে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে প্রস্তুত সফরকারী হয়েও ব্যাটে-বলে শাসন করা বাংলাদেশ দল।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও এমন বিশ্বাস নিয়ে মঙ্গলবার মাঠে নামতে চান। তবে সেটা করতে নিজেদের সেরাটা দিতে হবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক। ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামার আগের দিন মাশরাফি বললেন, ‘আমরা আমাদের সেরাটা খেলতে পারলে জিতবো, সেই বিশ্বাস আমার আছে।’

যে শ্রীলঙ্কা এতোদিন বাংলাদেশের জন্য দুর্ভেদ্য এক প্রাচীরের নাম ছিলো, সেই শ্রীলঙ্কার বিপক্ষে এখন সিরিজ জয়ের স্বপ্নে বাংলাদেশ। সেটাও তাদের মাঠেই। তবে সিরিজ জয়ের পথটা যে সহজ হবে না সেটাও জানেন মাশরাফি, ‘তারা জানপ্রাণ দিয়ে চেষ্টা করবে সিরিজ বাঁচিয়ে রাখতে। তারা ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। তারা চাইবে শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে এবং সেটা তারা খেলতে পারে।’

এমন ম্যাচের আগে দলে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন মাশরাফি। উইনিং কম্বিনেশন ভেঙে বাড়ানো হতে পারে দলের পেস আক্রমণ ভাগের শক্তি। মাশরাফি বলেন, ‘মনে হয়েছে উইকেটে ঘাস আছে। তবে এতে উইকেটে কেমন প্রভাব পড়বে তা বলা কঠিন। যেহেতু তারা দলে দু’জন পেসার নিয়েছে, বোঝাই যায় উইকেটে ঘাস রাখতে পারে। উইকেট না দেখে দলে পরিবর্তনের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।’

উইকেটে ঘাস থাকবে সেটা বোঝা গেছে লঙ্কান দলের পরিবর্তন দেখেই। দ্বিতীয় ম্যাচের দলে নেয়া হয়েছে অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারাকে। নেয়া হয়েছে আরেক ডানহাতি পেসার নুয়ান কুলদ্বীপকেও। লঙ্কান দলে এমন পরিবর্তন দেখে পেস আক্রমণ নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশও। মঙ্গলবার ম্যাচের আগে উইকেট দেখে মনে হলে বাংলাদেশ দলেও আনা হতে পারে পরিবর্তন।

তবে লক্ষ্য যে সিরিজ জয়, সেটা বলার অপেক্ষাই রাখে না। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। যে পথে সামনে কেবল একটি ম্যাচ। বিজয় কেতন উড়লেই নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কার মতো পরাশক্তির বিপক্ষেও সিরিজ জয়ের গৌরব জমা পড়বে বাংলাদেশের রেকর্ড বুকে।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/