সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ‘ড্রপেই’ চোখের ছানি দূর হবে!

‘ড্রপেই’ চোখের ছানি দূর হবে!

‘ড্রপেই’ চোখের ছানি দূর হবে!

‘ড্রপেই’ চোখের ছানি দূর হবে!

চোখে ছানি পড়েছে? ছানির কারণে দৃষ্টি ক্রমে ঝাপসা? ছুরি-কাঁচিতে ভয়? ভাবছেন, অস্ত্রোপচার করাবেন কি না? যদি তাই হয়, তা হলে আপনার জন্য সুখবর। ছানি কাটাতে আসছে চোখের ড্রপ।

বিজ্ঞানীরা বলছেন, কয়েক ফোটা ড্রপ চোখে দিলেই ছানি পরিষ্কার। দৃষ্টি ঝকঝকে। যাদের অস্ত্রোপচারে ভয় নেই, তারাও এ ভাবেই ছানি পরিষ্কার করতে পারেন। চোখের ড্রপেই যদি কাজ হয়, খামোখা কাটাছেঁড়ার প্রয়োজন কী?

জানেন নিশ্চয়ই, পৃথিবীতে অন্ধত্ব বা দৃষ্টিহীনতার অন্যতম কারণই হল চোখে ছানি। সমীক্ষায় দেখা গিয়েছে, চল্লিশের ওপর যাদের বয়স, প্রতি পাঁচজনের একজনের চোখে ছানি পড়ার সম্ভাবনা থাকে। এ-ও জানেন, এ পর্যন্ত দুনিয়ার যেখানে, যে হাসাপাতাল বা ক্লিনিকে যান, ছানি কাটাতে হয়। অস্ত্রোপচার ছাড়া বিকল্প নেই। তার পরেই চোখে লেন্স পরিয়ে দেওয়া হয়।

এই অস্ত্রোপচারের বিকল্প হিসেবেই বাজারে আসতে চলেছে এই আই ড্রপ। দীর্ঘ কয়েক বছরের গবেষণার ফসল চোখের এই ড্রপ।

ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির মলিকিউলার বায়োলজিস্ট লিং ঝাও ও তার সহযোগীরা এই আই ড্রপটি আবিষ্কার করেছেন।

-বিষেরবাঁশী.কম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে https://coxview.com/radamel-falcao-footballar-birthday-day/

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে

রাদামেল ফালকাও গার্সিয়া সারাতে (রাদামেল ফালকাও নামে সুপরিচিত) একজন কলম্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি ১৯৮৬ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/