সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

তীব্র মাত্রার ভূকম্পনের ফলে হেলে পড়া মার্শাল হোটেল অট্টালিকা।

তাইওয়ানের পূর্ব উপকূলে পর্যটকদের কাছে জনপ্রিয় হুয়ালিয়েন শহরে ৬.৪ মাত্রার ভূমিকম্পে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১৪৫ জন। খবর সিএনএন।

৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার দিবাগত রাতে এই ভূমিকম্প হয়। বুধবার সকাল পর্যন্ত খবরে জানা গেছে, প্রাকৃতিক এই দুর্যোগে পর্যটকসহ ২২৫ জন আহত হয়েছেন। প্রায় এক লাখ মানুষের বাস হুয়ালিয়েন শহরে। পর্যটন কেন্দ্র হিসেবে শহরটি সুপরিচিত।

হুয়ালিয়েন শহর পুলিশের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে ৫০ জন জাপানি রয়েছে।

তাইওয়ানে ভূমিকম্প চিত্র তাইওয়ানের হুয়ালিয়েন শহরের কেন্দ্রে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প।

তাইওয়ান ভূমিকম্প

ভূমিকম্পটির মূল কেন্দ্র ছিল হুয়ালিয়েন। তবে হুয়ালিয়েন থেকে ১২০ কিলোমিটার দূরে তাইওয়ানের রাজধানী তাইপেতেও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

হুয়ালিয়েন পুলিশ বিভাগের কর্মকর্তা জেফ লিন জানান, হুয়ালিন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মার্শাল হোটেলটি তীব্র ভূমিকম্পের ফলে ধসে পড়েছে। এ ছাড়াও ভূমিকম্পের ফলে একটি সেতু মারত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৬.৪ মাত্রার ভূমিকম্পের কিছুক্ষণ পরই ৫.৪ মাত্রার আফটার শক দেখা দেয় হুয়ালিয়েন শহরে।

ইউএসজিএস জানিয়েছে, বিগত কয়েকদিনে এই এলাকায় বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

তাইওয়ান ভূমিকম্প

ভূকম্পনের আঘাতে হেলে পড়া একটি অট্টালিকায় উদ্ধার কাজ চলছে।

ভূমিকম্পের পরপরই জরুরি উদ্ধার কাজ চালিয়ে আহতদের উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজ এখনও অব্যহত রয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী সাই ইং-ওয়েন এক টুইটবার্তায় উদ্ধারকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘ক্লান্তিহীন পরিশ্রমের জন্য সবাইকে ধন্যবাদ। উদ্ধারকাজ চালু রয়েছে সারাদিন। বর্তমানে ১৪৫ জন নিখোঁজ রয়েছে। সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হবে।’               সূত্র:ফাওজিয়া ফারহাত অনীকা-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/