সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / তেরশ’ কোটি টাকা কক্সবাজার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জাহিদ

তেরশ’ কোটি টাকা কক্সবাজার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জাহিদ

 


মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে প্রায় ১৩ শ’ কোটি টাকা অর্থাৎ ১৫০ মিলিয়ন ডলার ব্যয় করা হবে। রোহিঙ্গা শরণার্থী আগমনের কারণে স্থানীয় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্বব্যাংক এ অর্থায়ন করছে। বিশ্বব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে হোটেল সায়মনের তৃতীয় তলায় কার্নিভাল রুমে এক প্রোগ্রাম শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক অনির্ধারিত এক প্রেস ব্রিফিং এ গণমাধ্যমকে একথা বলেন।

২২ জুলাই বিকেল আড়াইটার দিকে এ ব্রিফিংকালে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক উখিয়া, টেকনাফ, সদর সহ সমগ্র কক্সবাজার জেলার হাসপাতাল, ক্লিনিক, কমিউনিটি হাসপাতাল সহ জেলার পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকল্পিতভাবে বিশ্বমানের করে গড়ে তোলা হবে। আগামী দু’বছরের মধ্য একাজ সম্পন্ন হবে। বিশ্বব্যাংকের প্রতিশ্রুত এই ১৩ শ’ কোটি টাকা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে খরচ করা হবে। স্বাস্থ্য বিভাগ এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে। ব্রিফিংকালে স্থানীয় গণমাধ্যম কর্মী ছাড়াও অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংকের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগ ডাঃ হাসান শাহরিয়ার কবির, কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল মতিন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মহি উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর উপ-পরিচালক ডাঃ পিন্টু কান্তি ভট্রাচার্য, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ সুভাষ চন্দ্র সাহা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোরশেদুল আলম, স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির কক্সবাজার জেলা সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দিন বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ২ দিনের সফরে সোমবার ২২ জুলাই সকাল ১১ টার দিকে বিমানযোগে কক্সবাজার আসেন। মঙ্গলবার সকালে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতাল, কক্সবাজার মেডিকেল কলেজ পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেবেন। একই দিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক হোটেল সী প্যালেসে সানরাইজ ইনস্যুরেন্স কোম্পানির পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিকেল সাড়ে ৪ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন। এ তথ্য কক্সবাজার সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/