সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / দাপটে শুরু বেলজিয়ামের

দাপটে শুরু বেলজিয়ামের


বিশ্বকাপে অভিষেক ম্যাচটি স্মরণীয় হলো না পানামার। বেলজিয়ামের বিপক্ষে হারলো ৩-০ গোলে।

সোচিতে গ্রুপ ‘জি’র ম্যাচে সব বিচারেই এগিয়ে থেকে মাঠে নেমেছিলো বেলজিয়াম। ফিফা র্যাংকিংয়েও বেলজিয়ামের (৩) চেয়ে বহু পেছনে পানামা (৫৫)। শক্তির তারতম্যটা মাঠে বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে বেলজিয়ানরা। ম্যাচের অধিকাংশ সময়ই দাপট দেখিয়েছে কানকাকাফ অঞ্চলের দেশটির ওপর।

বলের দখল (৬৩) এবং অন টার্গেট শটেও স্পষ্ট (৬) এগিয়ে ছিলো বেলজিয়াম। এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুদের মুহুর্মুহু আক্রমণ সামলাতেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়েছে পানামার রক্ষণকে। মাঝে মধ্যে করা কাউন্টার অ্যাটাকগুলোর কিছু কিছু বেলজিয়ান গোলরক্ষক কৌরটোইসকে পরীক্ষায় ফেললেও চূড়ান্ত সফলতা আসেনি।

প্রথমার্ধে অবশ্য বেলজিয়ামকে আটকেই রেখেছিলো পানামা। তখন মনে পড়ছিলো আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রথম ম্যাচ দুটির কথা। তবে তেমনটা হতে দেয়নি বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই মার্টিনসের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। প্রথম গোলের পরেও ক্ষুধা এতটুকু কমেনি হ্যাজার্ডদের।

আক্রমণের পর আক্রমণ চালিয়ে দ্বিতীয় বার বল জালে জড়ান রোমেলু লুকাকু। তাকে সহায়তা করেন ডি ব্রুইন। ৭৫ মিনিটে হ্যাজার্ডের সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি করেন লুকাকু।

এরপর আর কোন দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৩ মে; ইতিহাসের এইদিনে; কক্সভিউ ডট কম; https://coxview.com/ezequiel-lavezzi-sports-birth-day/

৩ মে; ইতিহাসের এইদিনে

ইজেকিয়েল ইভান লাভেজ্জি। আজেন্টিনীয় ফুটবলার যিনি সিরি এ’র দল পারি সাঁ-জের্‌মাঁ এবং আর্জেন্টিনা জাতীয় দলে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/