সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / বিশ্বকাপে প্রথম নারী রেফারি ফার্নেন্দা

বিশ্বকাপে প্রথম নারী রেফারি ফার্নেন্দা


রাশিয়া বিশ্বকাপের বর্ণাঢ্য আসরে যুক্ত হচ্ছে নতুন অনেক কিছুই। এবারের এই বিশ্বকাপেই নারীরা শুধু ম্যাচ সমর্থকের ভূমিকায় নয়, শক্ত হাতে ম্যাচ সামলানোর দায়িত্বও তাদের হাতে। যদিও এবার একজনই সেই দায়িত্ব পেয়েছেন। তিনি ব্রাজিলের ফার্নেন্দা কোলোম্বা।

রাশিয়া বিশ্বকাপে অ্যাসিসটেন্ট রেফারি বা লাইন্সম্যানের ভূমিকায় দেখা যাবে ফার্নেন্দাকে। বিশ্বকাপ নিয়ে যতটা চর্চা হচ্ছে, ফার্নেন্দাকে নিয়েও ততধিক চর্চা চলছে। ব্রাজিলের বাসিন্দা ফার্নেন্দা কোলোম্বার বয়স ২৫ বছর। ব্রাজিলের সান্টা কাটারিনায় তার জন্ম।

শারীরিক শিক্ষায় স্নাতক ফার্নেন্দা মডেলও ছিলেন। ব্রাজিলের বাসিন্দা তাই সকার তার খুবই প্রিয়। সেই থেকেই এই খেলায় আসার চিন্তা-ভাবনা। এবারের বিশ্বকাপে সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হিসেবেও ডাকা হচ্ছে তাকে।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/08/Rape.jpg

লামায় নিজের ষোড়শী মেয়েকে ধর্ষণ করল মেম্বার বাবা !

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে খোদ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/