সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / দ্বিতীয় ম্যাচেও জাহানারাদের সিরিজ জয়

দ্বিতীয় ম্যাচেও জাহানারাদের সিরিজ জয়

Sports (kricet) 19-11-2015এম.আর মাহবুব; কক্সভিউ:

সফরকারী জিম্বাবুয়ে প্রমীলা দলের বিপক্ষে টোয়েন্টি ২০ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে অতিথিদের ৮ উইকেটে হারিয়েছে জাহানারা আলমের দল। প্রথম ম্যাচে তারা জয় পেয়েছিল ৩৫ রানে। ফলে ২ ম্যাচের এই সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশের প্রমীলা দল।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক জাহানারার সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে মাত্র ৮ রানেই জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক। এই ৩ উইকেটের মধ্যে তিনিই নিয়েছেন ২টি; পেস বোলিংয়ের ঝলক দেখিয়ে। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে সফরকারীরা। সঙ্গে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে খুব বেশি রান তুলতে পারেনি চিপো মুগেরির দল। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান তুলতে সক্ষম হয়েছে তারা।

বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন জাহানারা। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন পান্না ঘোষ ও রুমানা আহমেদ। ৭০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ৮.১ ওভার (৪৯ বল) হাতে রেখেই জয় পেয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ২৮ রান করেছেন ওপেনার আয়েশা রহমান শোকতারা।

এছাড়া ওয়ানডাউনে নামা শায়লা শারমিন ২৩ রান নিয়ে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন জাহানারা আলম। আর সিরিজ সেরা সর্বোচ্চ স্কোরার শোকতারা। চলতি মাসের শেষ দিকে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি প্রমীলা টোয়েন্টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিবে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ জয় নিঃসন্দেহে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/