সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / নাইক্ষ্যংছড়িতে রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

নাইক্ষ্যংছড়িতে রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এক পুলিশ কনস্টেবল নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছে। নিহত পুলিশ সদস্যের নাম তুষার কান্তি দে (কং নং- ১৪৬৯)। ৩১ মার্চ শ্রক্রবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায়।

জানা গেছে, কনস্টেবল তুষার কান্তি দে (২৮) প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে ব্রাকে অবস্থান করছিল। সকাল সাড়ে ১১টার দিকে নিজের নামে ইস্যুকৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করে তিনি। গুলির শব্দ শুনে অপরাপর পুলিশ সদস্যরা এগিয়ে এসে তুষারের গুলিবিদ্ধ দেহ দেখতে পায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

নাইক্ষ্যংছড়ি থানায় অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) এস.আই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ কনস্টেবল তুষারকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে বেলা ২টায় কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/