সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ‘নিন্দা জানানোর কারণে সিওলকে চড়া মূল্য দিতে হবে’

‘নিন্দা জানানোর কারণে সিওলকে চড়া মূল্য দিতে হবে’

উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানোয় সিওলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সরকারি দৈনিক রডংসিনমুন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

৪ জুলাইয়ের উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে সিওলের সংসদ চলতি মাসের ১৮ তারিখে একটি প্রস্তাব গ্রহণ করে। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, অব্যাহত উসকানিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার নেতৃবৃন্দ স্থায়ী ভাবে বিলুপ্ত হয়ে যেতে পারেন।

উত্তর কোরিয়ার দৈনিকে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার চড়া মূল্য দিতে হবে দক্ষিণ কোরিয়াকে। এতে আরো বলা হয়, দেশটির প্রতি মার্কিন পরমাণু হুমকি এবং বৈরী নীতির অবসান না হওয়ায় নিজ পরমাণু বাহিনীর শক্তি বাড়ানোর পথ থেকে এই ইঞ্চিও সরে আসবে না উত্তর কোরিয়া।

 

সূত্র:deshebideshe.com/ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/