সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘নেপাল-ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছি’

‘নেপাল-ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন তৎপরতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের চাহিদা পূরণে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করা হবে।

৩ মার্চ, শনিবার বেলা ১১টায় খুলনার খালিশপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৫৮তম কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই তথ্য জানান।

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমাদের এই অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেটি হবে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত আধুনিক, সমৃদ্ধ ও নিরাপদ। জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির বাংলাদেশ। এ কাজে আপনারাই হচ্ছেন অগ্র সৈনিক’, বলেন প্রধানমন্ত্রী।

আইইবির অনুষ্ঠানে যোগ দেওয়ার কিছুক্ষণ আগে খুলনায় পৌঁছান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমরা উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে চাই। এ উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আপনারা পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে আরও সক্রিয় ভূমিকা পালন করুন।’

বিভিন্ন খাতে তার সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। গত বছরে আমাদের প্রবৃদ্ধি ছিল ৭.২৮ শতাংশ। দারিদ্র্যের হার ২২ শতাংশে নেমে এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের উপরে। মাথাপিছু আয় এক হাজার ৬১০ মার্কিন ডলার। সকল ক্ষেত্রে আমরা ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি।’

‘এ মহান স্বাধীনতার মাসেই আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছি।’

বিদ্যুৎ খাতের উন্নয়ন তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ভারতের সঙ্গে আন্তগ্রিড নেটওয়ার্ক গড়ে তোলা, ভুটান ও নেপালের সঙ্গে যৌথ উদ্যোগে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে, যার মাধ্যমে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা বলয় গড়ে উঠবে।’

‘আমরা ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। পর্যায়ক্রমে এ আমদানির পরিমাণ এক হাজার মেগাওয়াট হবে। নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছি। এখন বিশ্ব একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এ বৈশ্বিক গ্রামে এককভাবে উন্নতি করা প্রায়ই দুঃসাধ্য। অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে হলে। আন্তমহাদেশীয়, আন্তদেশীয় এবং আঞ্চলিক সংযোগ ও সহযোগিতা বাড়াতে হবে।’

প্রধানমন্ত্রী বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউসে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেবেন। সেই সভায় যোগ দিতে আশপাশের বিভিন্ন জেলা থেকে মিছিলসহ নেতাকর্মীদের হেঁটে খুলনায় আসতে দেখা গেছে।

সূত্র:মুহম্মদ আকবর-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লালখান বাজার মোড়ে ফুট ওভার ব্রীজ নির্মাণে মেয়র বরাবর ডি আই ফেলো’র স্মারকলিপি প্রদান

  বার্তা পরিবেশক :চট্টগ্রামের অন্যতম জনগুরুত্বপূর্ণ সড়ক লালখান বাজার মোড়। লালখান বাজার মোড় হয়ে প্রতিদিন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/