সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নৈতিক অবক্ষয়ে নষ্ট জীবন-৪ : নৈতিকতার জায়গা দখল করেছে বিত্ত আর দাপট

নৈতিক অবক্ষয়ে নষ্ট জীবন-৪ : নৈতিকতার জায়গা দখল করেছে বিত্ত আর দাপট

প্রতিকী ফটো

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

কক্সবাজারের উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এম ফজলুল করিম বলেছেন, সমাজে যে অবক্ষয়গুলো এখন সামনে আসছে তা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে মানুষের সচেতনতা বাড়াতে হবে। পারিবারিক বন্ধন মজবুত করতে হবে। পরিবারের সচেতনা বাড়াতে হবে এবং সন্তানদের বিকাশের দিকে যত্নবান হতে হবে। মানুষ খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে। তিনি বলেন যে অপরাধগুলো সংঘটিত হয় তার সামাজিক কোন নিন্দা নেই। আইনগত যে পদক্ষেপগুলো নেওয়ার বথা ছিল তা সময় মতো নেওয়া হয় না। পদক্ষেপগুলো ন্যায্যভাবে নেওয়া হয় না। এর ফলে অনেক নিরপরাধ মানুষ শাস্তি পায়, আর যারা অপরাধী তারা বেপরোয়াভাবে ঘুরে বেড়ায়। এসবের কারণ হলো বিত্ত আর ক্ষমতা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করছে। আগে সমাজকে নিয়ন্ত্রণ করত সামাজিক মূল্যবোধ আর নৈতিকতা। সামাজিক নিয়ন্ত্রণে মূল্যবোধ আর নৈতিকতার জায়গা দখল করেছে বিত্ত আর ক্ষমতার দাপট। এর ফলে অপরাধের প্রবণতা বেড়েছে। এদের থামানোর জন্য সচেতনতা তৈরীর ব্যাপার আছে। মানুষের প্রতি মানুষকে ভালোবাসার বিষয়গুলো কমে গেছে। মানুষ এখন অনেক বেশি বিভক্তির মধ্যে বাস করে। এগুলো কমাতে হবে।

তিনি আরও বলেন, সমাজে এক সঙ্গে থাকাটা জরুরি। সমাজে আগে মূল্যবোধ ছিল। একে অন্যকে শ্রদ্ধা করা, বিপদে পাশে দাঁড়ানো এবং রক্ষা করা। এগুলো বাদ দিয়ে মানুষ অনেক বেশি যন্ত্রনির্ভর হয়ে গেছে। এখন আর মানুষ নির্ভর সমাজ নেই। এর ফলে মানুষ এখন আর বিপদে মানুষকে রক্ষা করা, ভালোবাসা, কাছে টান বা বাঁচিয়ে রাখার চেষ্টা করে না। আর এসব কারণে সমাজে দূরত্ব অনেক বেড়েছে। তাই একে অন্যের ক্ষতি করতে ভাবে না। তারা অপরাধ করতে দ্বিধা করে না। যেহেতু অল্প বয়সী ছেলেমেয়েরা কিছুই শিখছে না তাই তারা অর্থ এবং প্রতিষ্ঠার পেছনে দৌড়াচ্ছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এই জায়গাগুলোর আমাদের সচেতনতার প্রয়োজন আছে। এ বিষয়গুলো নিয়ে ভাবার এবং অনেক কাজ করার জায়গা আছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/