সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / পঞ্চম ব্যালন ডি’অর জিতলেন রোনালদো

পঞ্চম ব্যালন ডি’অর জিতলেন রোনালদো

গেল অক্টোবরে লিওনেল মেসিকে পেছনে ফেলে জিতেছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। এক মাস বাদেই আবারো মেসিকে পেছনে ফেলে জিতছেন ব্যালন ডি’অর। এটা তার ক্যারিয়ারের পঞ্চম ব্যালন ডি’অর। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে আইফেল টাওয়ারে এক জমকালো অনুষ্ঠানে রোনালদোর হাতে ব্যালন ডি’অরের পুরস্কার তুলে দেওয়া হয়।

৩২ বছর বয়সী রোনালদো এর আগে ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে এই পুরস্কার জিতেছিলেন।

এবারের পুরস্কার জয়ের লড়াইয়ে দ্বিতীয় হয়েছেন লিওনেল মেসি। আর তৃতীয় হয়েছেন বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার দ্য সিলভা।

ব্যালন ডি’অর নিতে এসে রোনালদো বলেন, ‘আমি আনন্দিত। এটা আমার ক্যারিয়ারের দারুণ একটি মুহূর্ত। এমন কিছুর প্রত্যাশা আমি বহুদিন ধরে করে আসছিলাম। এই বছরটি দারুণ গিয়েছে। আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি। লা লিগা জিতেছি। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে আমি সর্বোচ্চ গোলদাতা ছিলাম। এগুলো আমাকে সাহায্য করেছে এই পুরস্কার জেতার ক্ষেত্রে। আমি আমার রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। যারা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি রিয়ালে খুবই সুখে আছি এবং এখানেই থাকতে চাই। যদি সম্ভব হয় আমি আমার ক্যারিয়ার রিয়াল মাদ্রিদেই শেষ করতে চাই। আমি সাতটা ব্যালন ডি’অর ও সমান সংখ্যক সন্তান চাই।’

তার প্রতিপক্ষ লিওনেল মেসি ও নেইমার সম্পর্কে বলেন, ‘এই পর্যায়ের ফুটবল আমি আরো কয়েক বছর খেলতে চাই। আশা করছি মেসির সঙ্গে এই যুদ্ধ চলতেই থাকবে। নেইমার খুবই ট্যালেন্টেড ফুটবলার। তার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমি নিশ্চিত ভবিষ্যতে এই পুরস্কার জেতার সুযোগ তারও রয়েছে।’

 

সূত্র:globetodaybd.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ কারাগারে

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিক আহমদকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/