সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘পরপর দু’বার মন্ত্রী ছিলেন, তারা বাদ পড়েছেন’

‘পরপর দু’বার মন্ত্রী ছিলেন, তারা বাদ পড়েছেন’

নতুন সরকারের মন্ত্রিসভা হচ্ছে ৪৬ সদস্যের। এর মধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব রোববার (০৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রিসভার সদস্যরা সবাই আওয়ামী লীগের। পরপর দু’বার মন্ত্রী ছিলেন এমন নেতারা নতুন মন্ত্রিসভায় থাকছেন না। এতে একেবারেই নতুন মুখ ৩১ জন।

নতুন মন্ত্রিসভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তথ্যমন্ত্রী হচ্ছেন ড. হাছান মাহমুদ, আ.হ.ম মুস্তফা কামাল অর্থ মন্ত্রণালয়, ডা. দীপুমনি শিক্ষা মন্ত্রণালয়, গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আব্দুর রাজ্জাক কৃষি মন্ত্রণালয়, নুরুল ইসলাম সুজন রেলপথ, স্থপতি ইয়াফেস ওসমান পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি প্রতিমন্ত্রী, কামাল আহমেদ মজুমদার শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকবেন।

কাল বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/