সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / পরীক্ষায় প্রশ্ন ফাঁস বন্ধে লামায় মানববন্ধন

পরীক্ষায় প্রশ্ন ফাঁস বন্ধে লামায় মানববন্ধন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামায় পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি (সনাক), স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন), ইয়ুথ এনগেসমেন অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস ফ্রেন্ডস গ্রæপ রোববার (১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানবন্ধনের আয়োজন করে।

‘শিক্ষা খাতে সুশাসন ও মেধাভিত্তিক বাংলাদেশ’ স্লোগানে সুশীল সমাজের প্রতিনিধিরা ছাড়া মাতামুহুরী ডিগ্রী কলেজ লামা ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

মাতামুহুরী ডিগ্রী কলেজের প্রভাষক রহিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান ও সাংবাদিক প্রিয়দর্শি বড়ুয়া উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসার তানজিম উদ্দিন, মো. জিল্লুর রহমান, এ.এম. ইমতিয়াজ ও মো. ফরহাদ।

পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কার্যকর নিয়ন্ত্রণে মানববন্ধনে বক্তারা প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষাপট, অপ্রতুল উদ্যোগ, কারণ ও প্রভাব বিশ্লেষণ করে প্রশ্ন ফাঁস রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর সনাক-টিআইবি’র ৯ দফা সুপারিশ ঘোষণা করেন।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/