সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / পালপাড়ায় প্রগতি সংঘের উদ্যোগে ৩৫ বছর পদার্পণে বৃহৎ শারদীয় দূর্গোৎসব

পালপাড়ায় প্রগতি সংঘের উদ্যোগে ৩৫ বছর পদার্পণে বৃহৎ শারদীয় দূর্গোৎসব

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর পালপাড়ায় প্রগতি সংঘের উদ্যোগে দীর্ঘ ৩৫ বছর পদার্পণে বৃহৎ আকারে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব। উৎসবকে ঘিরে এই সংঘের সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।

এদিকে গত ১৫ অক্টোবর মহা ষষ্টির মধ্য দিয়ে ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসব চলছে। ১৬ অক্টোবর মহা সপ্তমী, ১৭ অক্টোবর মহা অষ্টমী, ১৮ অক্টোবর মহা নবমী ও ১৯ অক্টোবর মহা দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তাদের আনুষ্টানিক কার্যক্রম সমাপ্তি হবে বলে জানান প্রগতি সংঘের সভাপতি এড. সুমনজিত পাল ও সাধারণ সম্পাদক বিজন পাল।

উক্ত শ্রী শ্রী শারদীয় দূর্গাপুজায় বিশেষ আকর্ষণ থিম মহিষাসুর বধও অনুষ্ঠিত হবে। এ শারদীয় দূর্গোৎসবে প্রগতি সংঘের উপদেষ্টা কমিটিতে রয়েছেন- মুন্না পাল, সাবেক মেম্বার প্রিয়রঞ্জন পাল, পিযুষ পাল, মলয় পাল, বাবু পাল, স্বপন পাল, উজ্জল পাল, বাবলা পাল, সনজয় পাল। কমিটিতে থেকে বিভিন্ন ইভেন্টে দায়িত্ব পালন করছেন- অমিত পাল, সুমন পাল, স্বপন পাল, মুন্না পাল, ইমন বিশ্বাস, অভি পাল, সৈকত পাল, সাগর পাল, রাহুল পাল, আদিপাল, মিন্টু পাল, রয়েল পাল, রুবেল পাল, ইগলু পাল, রাজিব পাল, দেবাশীষ পাল।

এদিকে শরতের আকাশে ছোট ছোট শ্বেতশুভ্র মেঘের ভেলা। নদীর ধারে কাশবনে বাতাসে দুলছে কাশ ফুল। আবার মাঝে মাঝে সাদা মেঘ কালো হয়ে বৃষ্টি রূপে ঝড়ছে ধরণীতে। এ যেন রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা। মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো পাঁচদিন ব্যাপী সনাতনী ধর্মালম্বীদের প্রধান শারদীয় দুর্গোৎসব। বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চলে ২১টি প্রতিমা পুজা মন্ডপে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

এ ব্যাপারে পালপাড়া প্রগতি সংঘের সভাপতি এডভোকেট সুমনজিত পাল কক্সভিউ ডট কম’কে জানান, প্রতি বছরের ধারায় এ বছরও বিশাল বাজেটে এই উৎসব অনুষ্টিত হতে যাচ্ছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) ১৬ তম ওরশ শরীফ সম্পন্ন

  প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্মিক সাধনার প্রাণ পুরুষ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/