সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / পেকুয়ার কেপিএলের দশম আসরের ১১তম খেলা : সোনালী সুপার সিক্সার্সকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যাগপাই

পেকুয়ার কেপিএলের দশম আসরের ১১তম খেলা : সোনালী সুপার সিক্সার্সকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যাগপাই

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া প্রিমিয়ার লিগের (কেপিএল) দশম আসরের প্রথম রাউন্ডের ১১তম খেলায় উজানটিয়ার আবদুর রহিমের সোনালী সুপার সিক্সার্সের বিপক্ষে আট উইকেটে জয় পেয়েছে পেকুয়া সদরের কামরান জাদিদ মুকুটের ম্যাগপাই বয়েজ। এ জয়ের মধ্য দিয়ে ম্যাগপাই বয়েজ বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটায় কেপিএল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বিকেল তিনটায় দুই দলের মধ্যে টস করেন অ্যাম্পায়ার সুজিত দাশ ও নুর মোহাম্মদ মামুন। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় নির্ধারিত ১২ ওভারের খেলা। সোনালী সুপার সিক্সার্স ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে নির্ধারিত ১২ ওভারে ৮৫ রান সংগ্রহ করে। দলের বিদেশী খেলোয়াড় মো. ইয়াছিন ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ করেন। ৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে ম্যাগপাই বয়েজ। ম্যাগপাইয়ের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান নেন দলের হার্টহিটার ব্যাটসম্যান মো. আরাফাত। তিনি ৩৩ রান সংগ্রহ করেন। অপর ব্যাটসম্যান আমির আব্দুল্লাহ অপরাজিত থেকে সংগ্রহ করেন ২৬ রান। ম্যাগপাই মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা পার করে দেয়।

খেলায় দুই উইকেট ও ব্যক্তিগত ২৬ রান নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ম্যাগপাই বয়েজের আমির আবদুল্লাহ।

এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। কেপিএল পরিচালনা কমিটির সভাপতি সাহেদুল ইসলাম শাহেদের সভাপতিত্বে ও মহাসচিব তানজিমুল ইসলাম জিসাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন চট্টগ্রামস্থ পেকুয়া উপজেলা ছাত্র-যুব কল্যাণ পরিষদের সভাপতি সোহেল আজিম।

এসময় উপস্থিত ছিলেন শিলখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ ফরিদুল আলম, কেপিএলের প্রধান উপদেষ্টা সাংবাদিক এস এম হানিফ, উপদেষ্ঠা মাস্টার এহেছানুল হক, পল্লীবন্ধু ক্রিকেট কিংসের স্বত্ত্বাধীকারী এম দিদারুল করিম, মহানগর যুবলীগের নেতা এস্তাফিজুর রহমান, পেকুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু হানিফ, সহসাংগঠনিক সম্পাদক মো. কায়েস, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোবারক, বর্তমান সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ছাত্রদল নেতা আবদুল মান্নান, বেলাল উদ্দিন, সালাহউদ্দিন, আবু হানিফ, সোহেল, মিজান, তারেক, বাপ্পী, রিয়াজ প্রমুখ।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/