সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ার-বিলহাচুড়ায় বিধ্বস্ত গ্রামীন সড়কের সংস্কার কাজ সম্পন্ন হলো এম.পি’র বরাদ্দে

পেকুয়ার-বিলহাচুড়ায় বিধ্বস্ত গ্রামীন সড়কের সংস্কার কাজ সম্পন্ন হলো এম.পি’র বরাদ্দে

Shagir  25-12-2015 (news & 1pic) f1এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় বিলহাঁচুড়ায় বিধ্বস্ত গ্রামীন সড়কের মাটি দ্বারা সংষ্কার কাজ সম্পন্ন করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য হাজি মুহাম্মদ ইলিয়াছ এম.পি’র বরাদ্দে। এনিয়ে অবহেলিত ওই গ্রামের শত শত পরিবারের মানূষ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন।

অন্যদিকে, সংসদ সদস্যের সামান্য বরাদ্দে দূর্গম জনপদের বিস্তির্ণ লোকালয়ে উল্লেখযোগ্য আকারে কাজটি শত ভাগ আকারে শেষ করায় স্থানীয় প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের পিআইও সৌভ্রাত দাশ সরোজমিন পরিদর্শনে গিয়ে কাজের ধরন ও উপস্থিত শত শত মানূষের মন্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন।

জানা যায়, জেলার মডেল উপজেলা হিসাবে পরিচিত পেকুয়ায় সদর ইউনিয়নের চির অবহেলিত দূর্গম বিলহাঁচুড়া-ছিরাদিয়া এলাকায় দীর্ঘদিন যাবত সংস্কার বঞ্চিত ও সাম্প্রতিক কয়েক দফার বন্যায় বিধ্বস্তে বিলীন ছিরাদিয়া বিলহাঁচুড়া গ্রামীন সড়কের সংষ্কারে স্থানীয় ছিরাদিয়া সম্মিলিত সমাজ কল্যাণ পরিষদ সংশ্লিষ্টরা সংগঠনের সভাপতি মোঃ নাজিরুল ইসলাম লালা মিয়ার মাধ্যমে বর্তমান স্থানীয় ইউএনও মোঃ মারুফুর রশিদ খানের মাধ্যমে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কার্যালয়ের ডিআরও মোঃ জাহাঙ্গীর আলমের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে বিশেষ আবেদন জানান। জেলা প্রশাসন জনহিতকর এ আবেদনে সায় দিয়ে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি বরাবরে জরুরী সুপারিশপত্র প্রেরণ করেন। পরে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি চলতি ১৪-১৫ বরাদ্দের খাত থেকে আবেদনকারী বরাবরে ৭টন খাদ্য শষ্য জরুরী কাবিখা বরাদ্দ প্রদান করেন। চলতি মাসের প্রথম সপ্তাহে বরাদ্ধের প্রথম ডি.ও কিস্তি প্রকল্প পিসি মোঃ নাজিরুল ইসলাম লালা ছাড়িয়ে নিয়ে প্রকল্পের কাজ আরম্ভ করেন। মাত্র ১০-১৫দিনের মধ্যে প্রকল্পের রাস্তাটির পুরো কাজ সম্পন্ন করেন।

প্রকল্পের কাজ সম্পন্নের সংবাদ পেয়ে ইউএনও মোঃ মারুফুর রশিদ খানের নির্দ্দেশে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের পিআইও সৌভ্রাত দাশ ২৫ডিসেম্বর শুক্রবার দুপুরে সরোজমিন পরিদর্শনে যান।

এসময় তিনি প্রকল্পের কাজের সফলতায় বিষ্মিত হন ও স্থানীয়দের সাথে কথা বলে অনুভুতি গ্রহণ করেন। পেকুয়ার ইউএনও মোঃ মারুফুর রশিদ খানও সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/